Holi 2023: রঙের উৎসবে মাতুন সাবধানে, এই নিয়ম না জানলে মুশকিল!

।। প্রথম কলকাতা ।।

Holi 2023: রাত পোহালেই দেশ জুড়ে পালিত হবে দোল (Dol) উৎসব। রঙের উৎসবে মেতে উঠবে আপামর ভারতবর্ষ। একে অপরকে রং মাখিয়ে রঙিন হয়ে উঠবে। কিন্তু একটু অসাবধান হলেই আনন্দের উৎসব নিরানন্দে পরিণত হতে পারে। তাই কিছু সতর্কতা অবলম্বন করে রং খেলবেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

অনেকেই রং কিনে নিয়েছেন আবার অনেকেই এখনো কেনেননি। প্রাকৃতিক রং বলে নকল আবিরে ছেয়ে গেছে বাজার। এই নকল রং মাখার পরই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যেমন স্কিন লাল হয়ে যাওয়া, র‍্যাশ বেরোনো, চুল ওঠা, শ্বাসকষ্ট ইত্যাদি।

রং খেলার সময় শিশুদের ক্ষেত্রে যে বিষয়গুলি খেয়াল রাখবেন:

বড়রা কী কী সাবধানতা অবলম্বন করবেন?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version