Suvendu Adhikari: ‘যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, তারা আনন্দে পটকা ফাটিয়েছে’, বিশ্বকাপ প্রসঙ্গে তুলোধোনা শুভেন্দু অধিকারীর

।। প্রথম কলকাতা।।

Suvendu Adhikari: ২০০৩ সালের মতো ২০২৩ সালেও ভারতকে হারিয়ে আইসিসি বিশ্বকাপের ট্রফি উঠল অস্ট্রেলিয়ার হাতে। রোহিতবাহিনীর এই হার যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট সমর্থকরা। একটি ম্যাচ না হেরে টানা ১০ ম্যাচ জিতে ভারত এক নম্বর টিম হিসেবে ফাইনালে উঠেছিল। ঠিক সেই কারণেই এই হার মেনে নিতে কষ্ট হয়েছে কোটি কোটি ভারতবাসীর। একদিকে যখন ভারতের হরে ভারাক্রান্ত মন ভারতবাসীর, ঠিক তখনি টিম ইন্ডিয়ার হারে উচ্ছস্বিত বাংলাদেশের একাংশ। অস্ট্রেলিয়া জেতার পর উচ্ছস্বিত বাংলাদেশি বেশ কিছু সমর্থকরা। অনেককে তো আবার দেখা যায়, প্রকাশ্যে ভারত বিরোধী কথা বলতে। যা নিয়ে তোলপাড় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। ভারতের অবদান যে দেশের মুক্তিযুদ্ধে অনস্বীকার্য সেই দেশ কীভাবে ভারতের হারে এত আনন্দ পেতে পারে ? প্রশ্ন তোলেন অনেকে। খেলা নিয়ে যে উন্মাদনা তা যেন ক্রমশ হিংসার চেহারা নিচ্ছে, এই নিয়ে আক্ষেপ করতে দেখা গেছে জ্ঞানীগুণী মানুষজনদের।

নানা মুনির নানা মতের মত, প্রত্যেকেই একে ওপরের অভিমত ব্যক্ত করছেন। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের সেলিব্রেটিরা। ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে পড়া কেমন যেন তেলে জল না মেশার মত, তবুও এখনকার সময়কালে ৮ থেকে ৮০ সকলের কমবেশি জানা অজানা রাজনৈতিক পরিস্থিতি। এবার ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মুখ খুলতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, “যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, তারা আনন্দে পটকা ফাটিয়েছে। সেটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয়, ভারত হারার জন্য। এই কাজ যারা করছে সোশ্যাল মিডিয়ায় তাদের চিহ্নিত করে বের করা উচিত। এটা অতন্ত্য আপত্তিকর ও ঘৃণিত কাজ।” শুধু তাই নয় এই রাজ্যের কয়েকজন নেতা নেত্রীর নাম না করে বলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেন ফাইনাল করা হল ? অনেকেই আবার নাকি এই নিয়ে প্রশ্নও তুলেছিলেন । আমার সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী, আমি এদের প্রত্যেককে সামনে আনবো বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version