বন্দে ভারতকে টেক্কা র‍্যাপিড এক্সের! বুলেট ট্রেনের সূচনা ? নবরাত্রিতে বড় ঘোষণা

।। প্রথম কলকাতা ।।

বন্দে ভারত ভুলে যান র‍্যাপিড এক্স ট্রেন এবার ভারতে। এটা কি জাপানের বুলেট ট্রেনের মতো? পার্থক্য টা ঠিক কি? নবরাত্রীর আগেই মোদী ঘোষণা করবেন বড় কিছু কত ভাড়া হবে নতুন ট্রেন র‍্যাপিড এক্সের? র‍্যাপিড এক্স ট্রেন কী? এটাও কি বুলেট ট্রেনের মতো হাওয়ায় ভাসে? কারা এই ট্রেন চালাবেন জানেন? তাহলে বন্দে ভারতকে গোল দেওয়ার মতো ট্রেন এবার চলে এসেছে ভারতের হাতে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে হাতে গোনা আর কয়েকদিনের মধ্যেই এবার প্রধানমন্ত্রী ঘোষণা করে দিতে পারেন বড় কিছু। বলা হচ্ছে দুরন্ত ও দুর্বার গতিতে বাজিমাত ঝড়ের গতিতে নাকি চলে র‍্যাপিড এক্স ট্রেন রূপোলি মোড়কে মোড়া র‍্যাপিড এক্সের বৈশিষ্ট্য তাক লাগিয়ে দেবে। তবে সাধারণ মানুষের কি ক্ষমতায় কোলাবে এই ট্রেনে যাত্রা করার? ভাড়া ঠিক কত ঠিক করা হল?

বিদেশি ট্রেনের মত দেখতে এই ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। যদিও ভারতে এই ট্রেন ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতি বেগে ছুটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাহলেও তো কার্যত বন্দে ভারতকে বড় টেক্কা। কারণ বন্দে ভারতের গতি ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বৃদ্ধি করা হয়েছে। র‍্যাপিড এক্স ট্রেনটির গড় গতিবেগ যা থাকবে বলে অনুমান করা হচ্ছে তা ঘন্টায় ১০০ কিলোমিটার। যা অন্যান্য যে কোন দ্রুতগতির ট্রেনের থেকে অনেক বেশি। তবে কোথায় চলবে এই ট্রেন বাংলার মানুষ কি চাপতে পারবে? জানা যাচ্ছে দিল্লি থেকে মেরাট রুটে চলবে এই ট্রেন বর্তমানে ট্রেনে করে যেতে সময় লাগে ২ ঘন্টা কিন্তু এই র‍্যাপিড এক্স মাত্র ৫০ মিনিটে পৌঁছে দেবে যাত্রীদের। এছাড়াও ট্রেনটিতে ছয়টি কোচ থাকবে এবং প্রতিটি কোচ হবে বাতানুকূল। যার মধ্যে একটি থাকবে প্রিমিয়াম এবং বাকিগুলি হবে স্ট্যান্ডার্ড। এর পাশাপাশি এই ট্রেনে থাকবে অত্যাধুনিক সব সুবিধা।

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে নতুন এই ট্রেন চালু হওয়ার ক্ষেত্রে হয়তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আগামী সপ্তাহেই এই ট্রেনের উদ্বোধন করে দিতে পারেন এবং নবরাত্রি থেকেই নতুন এই ট্রেনের পরিষেবা পেতে শুরু করবেন সাধারণ যাত্রীরা।  মনে করা হচ্ছে উদ্বোধনের এই শুভ দিনটি হতে পারে ২০ অক্টোবর ট্রেনটির উদ্বোধন হতে পারে গাজিয়াবাদ থেকে। ন্যাশন্যাল ক্যাপিট্যাল রিজিয়ান ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NCRTC)। এই ট্রেনটি চালাবে দিল্লি থেকে মেরুট রুটে এখনও পর্যন্ত এই লাইনের ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে পারা যায়নি। খুব তাড়াতাড়ি ভাড়ার বিষয়ে কোনও স্থায়ী সিদ্ধান্ত হবে বলেই আশা করা হচ্ছে, তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version