।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: বৃহস্পতিবার মেঘালয় সফর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সফর সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হন আলিপুরদুয়ারে (Alipurduar)। সেখানেই একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় আলিপুরদুয়ারকে নিয়ে একাধিক তথ্য সামনে রাখেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধেও ফের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন।
উত্তরবঙ্গের উন্নয়নের হিসাব
এদিন সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে বলেন উত্তরবঙ্গ (North Bengal) কিছু পায় না। এগুলো শুধুই কুৎসা আর অপপ্রচার”। উত্তরবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কী কী পেয়েছে তার পরিসংখ্যান আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আপনাদের দিচ্ছি। আলিপুরদুয়ার জেলাতে লক্ষ্মীভান্ডার পেয়েছেন ৩ লক্ষ ৪ হাজার মহিলা, জলপাইগুড়িতে ৪ লক্ষ ৭৮ হাজার, কোচবিহার জেলায় ৬ লক্ষ ৩৭ হাজার মহিলা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন। আলিপুরদুয়ার একটি নতুন জেলা । জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার করা হয়েছে। আমরাই করেছি। সারা রাজ্যে কৃষকবন্ধু পেয়েছেন ৯১ লক্ষ। কিন্তু আলিপুরদুয়ার জেলায় পেয়েছেন ৮৩ হাজার, ৮৯ হাজার পেয়েছেন জলপাইগুড়ি জেলায় , ৩ লক্ষ ৭১ হাজার পেয়েছেন কোচবিহারে”। এছাড়াও তিনি সবুজ সাথী , স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী এই প্রকল্পগুলির সুবিধা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কত মানুষ পেয়েছে তার সংখ্যা উল্লেখ করে জানান।
“আমি ভিক্ষে করার লোক নই”
বাংলায় বারবার কেন্দ্র থেকে তদন্তকারী আধিকারিকদের দল আসায়, এর আগে উষ্মাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আলিপুরদুয়ারের সভায় বলেন, “এখান থেকে ইনকাম ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আবার তল্লাশিও করা হচ্ছে। শাড়ির দোকানে গেলে একটা জিএসটি দিতে হয়। সেটাও তুলে নিয়ে যাচ্ছে। এমনকি নকুল দানা কিনতে গেলেও কদিন বাদে ট্যাক্স লাগবে। সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যাচ্ছে। অথচ আমাদের টাকা আমাদের দিচ্ছে না। আমি দেখতে চাই কদিন এটা চলে। আমি ভিক্ষা চাইব না আমি ভিক্ষা করার লোক নই । ভিক্ষা করলে মানুষের কাছে চাইব। আমার মায়েদের ভাইদের বোনেদের কাছে চাইব কিন্তু ওদের কাছে নয়। নিজেদেরটা বুঝে নেব আমরা । এর পরও যদি কেন্দ্র না দেয় তাহলে আমাদেরটা বুঝে নেব। কী করে বুঝতে হয়। আমরা লড়াই করে দেখিয়ে দেব। মানুষের জন্য লড়াই আমরা করতে পারি। ভিক্ষা চেয়ে নেব না”।
এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন বলেন, ” আপনারা হয়তো দুঃখ পাবেন। খুশিও হতে পারেন। কেন্দ্র আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা দেয়নি ।৬ হাজার কোটি টাকা পাই। তা সত্ত্বেও একদিন জব কার্ড হোল্ডারদের কাজ আটকায়নি, ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি আমরা”। পাশাপাশি তিনি উত্তরবঙ্গের পর্যটন শিল্প উন্নয়নের বিষয়েও এদিন একাধিক তথ্য সামনে আনেন। রাজ্য সরকারের তরফ থেকে উত্তরবঙ্গের পর্যটন শিল্প উন্নয়নে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে, এমনটাই জানান তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম