FIFA World Cup 2022: বিশ্বকাপে এশিয়ার জয়জয়কার, শেষ মুহূর্তের নাটকীয়তায় ওয়েলসকে হারাল ইরান

।। প্রথম কলকাতা ।।

বিশ্বকাপে যেন রাজত্ব করছে এশিয়ার দলগুলি। একের পর এক ম্যাচে বড় জয় পেয়ে চমক দিচ্ছে বিশ্বফুটবলকে। সৌদি আরব, জাপানের পর এবার ওয়েলসকে হারাল ইরান। ম্যাচের দুইঅর্ধে গোলশূন্য থাকার পর,অতিরিক্ত সময়ে নাটকীয় দুই গোলে জয় পেল ইরান। ইরানের হয়ে গোল দুটি করেন চেসমি ও রেজওয়ান।

 

কাতারের আহমেদ আলী বিন স্টেডিয়ামের এই ম্যাচ ছিল দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যারেথ বেলের পেনাল্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোমতে ড্র করে মাঠ ছেড়েছিল ওয়েলস। আর অন্যদিকে ইংল্যান্ডের কাছে ৬-২ গোল বিধ্বস্তই হয়েছিল ইরান। তাই পরের রাউন্ডের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে দুই দলের প্রয়োজন ছিল জয়। আর সেখানেই ওয়েলসকে হারিয়ে বাজিমাত করল ইরান।

 

দুই অর্ধেই গোলের চেষ্টায় মরিয়া ছিল দুই দল। প্রথমার্ধে গোলশূন্য ভাবেই শেষ হয় ম্যাচ। তবে সবকিছু চমক লুকিয়ে ছিল দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধে খুঁজেই পাওয়া গেল না গ্যারেথ বেলদের। ৯৭ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় ইরান। তবে ম্যাচের ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েলস গোলরক্ষক হেনেসি। আক্রমণে দৌড়ে আসা তারেমিকে থামাতে গিয়ে পা তুলে দেন ইরান ফরোয়ার্ডের গায়ের উপরে। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিডিও রিপ্লে দেখে লাল কার্ড দেখান রেফারি। কাতার বিশ্বকাপে এটিই ছিল প্রথম লালকার্ড। এরপরেই দশজনের ওয়েলসকে চেপে ধরে ইরান। এবং শেষ মুহূর্তে দুই গোলে বাজিমাত করল কার্লোস কিরোসের দল।

Exit mobile version