FIFA World Cup 2022: মেসিকে নিয়ে সমস্যায় পিএসজি! কারণ জানলে আপনিও হতবাক হবেন

।। প্রথম কলকাতা ।।

ক্যারিয়ারের গোধূলি লগ্নে ফর্মের চূড়ায় রয়েছেন লিওনেল মেসি। দেশকে একার কাঁধে ফাইনালে তুলেছেন, দেশকে দিয়েছেন অধরা বিশ্বকাপের স্বাদ। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরাদের তালিকায়। এই মুহূর্তে স্বপ্নের ভেলায় ভাসছেন এলএমটেন। চলতি মরসুমের শুরু থেকেই ছন্দে রয়েছেন মেসি। বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে পিএসজির জার্সি গায়ে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। বর্তমানে বিশ্বফুটবলে বেশ চর্চায় রয়েছেন লিও। তার মধ্যেই মেসিকে নিয়ে সমস্যায় পড়েছে ফরাসি ক্লাব পিএসজি।

 

আসুন বিষয়টি একটু খোলসা করা যাক। বিশ্বকাপ ট্রফি নিয়ে উচ্ছাসে মেতেছে আর্জেন্টিনা দল। দোহা থেকে বুয়েনস আয়ার্স হুড খোলা বাসে চড়ে উদযাপনে মাতোয়ারা মেসি-ডি মারিয়ারা। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ে আবেগে গা ভাসিয়েছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিও। বিশ্বকাপ নিয়ে ঘুমন্ত অবস্থার ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যেন এক স্বস্তির ঘুম। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেসির বিশ্বজয়ের আনন্দ থেকে তাঁর ক্লাব বাদ যাবে তা তো হতে পারেনা। আর এখানেই বেঁধেছে গোল। মেসি চান তাঁর ক্লাবেও হোক বিশ্বজয়ের উদযাপন।

 

জানা গেছে মেসি নাকি পিএসজি ক্লাবের সিইও নাসের-আল-খেলাইফিকে জানিয়েছেন পিএসজির পরবর্তী হোম ম্যাচে দেখানো হোক বিশ্বকাপ ট্রফি। আর এতে বেজায় সমস্যায় পড়েছে ফরাসি ক্লাবটি। সাধারণত ক্লাবের কোন ফুটবলার বিশ্বকাপ জিতলে ক্লাবের পরবর্তী হোম ম্যাচে সেই বিশ্বকাপ ট্রফির প্রদর্শন করা হয়। কিন্তু সমস্যা হল আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে ফ্রান্সকে হারিয়েই। ফ্রান্স পরাজিত হওয়ার পরই দেশজুড়ে বিক্ষোভ দেখায় ফরাসি সমর্থকরা। বেশকিছু জায়গায় দেখা গেছে মেসির বিরুদ্ধে মিছিল ও আগুন ধরানোর মতো ঘটনা।

 

শুধু তাই নয় ফরাসি ক্লাবটিতে রয়েছেন মেসির সতীর্থ ফাইনালে হ্যাটট্রিক করা এবং গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপে। এমবাপে সঙ্গে মেসির সম্পর্ক বিশ্বফুটবলে কারো অজানা নয়। ম্যাচ শেষে দুই তারকা হাত ধরাধরি করলেও, ফাইনাল ম্যাচ চলাকালীন সেই দৃশ্য দেখা যায়নি। তীব্র প্রতিদ্বন্দ্বীতায় কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না। মেসি গোল করার পর এমবাপের সামনে মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে উদযাপন করেছিলেন। এমবাপেও তা মেসিকে ফিরিয়ে দিয়েছেন।

 

একদিকে সমর্থকদের মেসির বিরুদ্ধে বিক্ষুব্ধ মনোভাব আর অন্যদিকে সতীর্থর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বীতা। এমন পরিস্থিতিতে ক্লাবের হোম ম্যাচে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করলে কিরূপ প্রভাব পড়বে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ফরাসি ক্লাবটি। তাই এই বিষয় নিয়ে মেসিকে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত জানানো হয়নি পিএসজির পক্ষ থেকে।

Exit mobile version