Argentina: বিশ্বকাপে একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ, শাস্তির মুখে পড়তে পারেন মেসিরা!

।। প্রথম কলকাতা ।।

 

৩৬ বছর পর বিশ্বজয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর বাঁধনহারা উচ্ছাস হবে না তা কি হয়! তবে উচ্ছাসই যে বিতর্কের জন্ম দিয়েছে। একের পর এক বিতর্কে জড়িয়েছে মেসিরা। সে মার্টিনেজের সেলিব্রেশন হোক বা সল্ট বে-র বিশ্বকাপ স্পর্শ, সবেতেই উঠে এসেছে মেসির দলের সমালোচনা। এমনকি বিশ্বকাপ জয়ের উদযাপনেও নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার বিরুদ্ধে। এবার ফিফার শাস্তির মুখে পড়তে চলেছে আর্জেন্টিনা দল। অভিযোগ খতিয়ে দেখতে আসরে নেমেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তবে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে মেসিদের।

 

কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্ব জয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার গোলরক্ষক এমলিয়ানো মার্টিনেজ গোল্ডেন গ্লাভস জয়ের পর অদ্ভুত সেলিব্রেশন করেন। মার্টিনেজের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। শুধু তাই নয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের রাস্তায় আর্জেন্টাইন দলের বাসে করে ঘোরার সময় মার্টিনেজের কোলে দেখা গিয়েছিল একটি পুতুলের মধ্যে এমবাপের মুখোশ পড়ানো কাটআউট। যা নিয়ে ফ্রান্সের ফুটবল ফেডারেশন ফিফাকে চিঠি দিয়ে ঘটনার তীব্র আপত্তি জানায়।

 

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকেই ফরাসি ফুটবল সংস্থা ফিফাকে একের পর এক চিঠি দিয়ে অভিযোগ জানায়। এরপরই নড়েচড়ে বসে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এক বিবৃতি প্রকাশ করে ফিফা জানায়, বিশ্বকাপ ফাইনালের পর একাধিক নিয়ম লঙ্ঘন করেছে আর্জেন্টিনা। এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে তাঁরা। বিজ্ঞপ্তিতে ফিফা আরও জানিয়েছে, ফাইনালের রাতে আর্জেন্টিনা দল ফিফার নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে। ফিফা ডিসিপ্লিনারি কোডের ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আপত্তিকর আচরণ ও ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, খেলোয়াড় ও কর্মকর্তাদের অসভ্য আচরণ। সেই সঙ্গে ৪৪ নম্বর ধারা লঙ্ঘনের কারণে ব্যাবস্থা গ্রহণ করতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি।

 

তবে এখনও পর্যন্ত ব্যক্তি বিশেষে কাউকে দোষী সাব্যস্ত করেনি ফিফা। সামগ্রিকভাবে গোটা আর্জেন্টিনা দলের কথা বলা হয়েছে ফিফার জারি করা বিবৃতিতে। তবে ফিফার তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তি পেতে পারেন মার্টিনেজ সহ গোটা আর্জেন্টিনা দল। ইতিমধ্যেই আর্জেন্টিনা ছাড়াও মেক্সিকো, ইকুয়েডর, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

Exit mobile version