Lionel Messi : ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের ‘হল অফ ফেমে’র জন্য আমন্ত্রণ জানানো হলে মেসিকে

।। প্রথম কলকাতা ।।

 

ব্রাজিলের বিখ্যাত মারাকানা আইকনিক স্টেডিয়ামের ‘হল অফ ফেমে’ তার পদচিহ্ন রেখে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসিকে। ফাইনালে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে পরাজিত করে ২০২২ ফিফা বিশ্বকাপ শিরোপা জয় করে মেসির আর্জেন্টিনা।

 

বিশ্বকাপ জয়ের পর, মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী রিও ডি জেনিরো স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্স মেসিকে আমন্ত্রণ জানায়। আর্জেন্টিনা অধিনায়ক মেসিকে পাঠানো একটি চিঠিতে সুপারিনটেনডেন্সের সভাপতি আদ্রিয়ানো সান্তোস বলেছেন, “মেসি ইতিমধ্যেই মাঠে এবং মাঠের বাইরে তার গুরুত্ব দেখিয়েছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি বছরের পর বছর ধরে ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রয়েছেন।” তিনি আরও বলেন, “মারাকানার জন্য তাকে শ্রদ্ধা জানানোর চেয়ে উপযুক্ত আর কিছুই হতে পারে না। সর্বোপরি, মেসি বল পায়ে একজন প্রতিভা।”

 

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলকে পরাজিত করে ২৮ বছরের ট্রফির খরা কাটায়। ব্রাজিলের এই ঐতিহাসিক স্টেডিয়াম ১৯৫০ এবং ২০১৩ সালে বিশ্বকাপের ফাইনালও আয়োজন করেছে। মেসি আমন্ত্রণ গ্রহণ করলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনাল্ডো এবং চিলির ইলিয়াস ফিগুয়েরো, সার্বিয়ার দেজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আব্রেউ এবং জার্মানির ফ্রাঞ্জু ফ্রাঞ্জের সঙ্গে তাঁর পায়ের ছাপ পড়বে এই স্টেডিয়ামে।

 

মঙ্গলবার ভোররাতে ৩৫ বছর বয়সী মেসি কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি নিয়ে আর্জেন্টিনায় ফিরেছেন। যদিও অবতরণের সময় ছিল স্থানীয় সময় ভোর ৩টা, হাজার হাজার মেসি এবং প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনার ব্যানার, পতাকা নিয়ে এবং আনন্দে চিৎকার করে অপেক্ষা করছিল আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্বকাপ জয়ী দলটি সেন্ট্রাল ওবেলিস্কো মনুমেন্টে পৌঁছাতে পারেনি কারণ স্থলপথটি প্রায় চার মিলিয়ন মানুষের দ্বারা অবরুদ্ধ ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা গেছে পুরো শহরের মানুষ তাদের নায়কদের এক ঝলক দেখার চেষ্টায় ভিড় করেন।

Exit mobile version