।। প্রথম কলকাতা ।।
FIFA World Cup Qatar 2022: ২০২২ এর কাতার বিশ্বকাপে বড় অঘটন। ক্ষমতায় পুঁচকে সৌদি আরবের কাছে হেরে গেল আর্জেন্টিনা। হট ফেভারিট দল আর্জেন্টিনার এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না এই দলের অনুগামীরা। এই ঘটনা এক্কেবারে যেন অবিশ্বাস্য। যে দল টানা ৩৬ টি ম্যাচে হারের মুখ দেখেনি, সেই দলকে কিনা হার মানতে হল সৌদি আরবের কাছে! ইতিমধ্যেই এই ঘটনাকে বলা হচ্ছে ফুটবলের মাঠে বিশ্বের সবচেয়ে বড় অঘটন। যদিও নিরাশ হওয়ার কিছুই নেই। কারণ ট্রফি জেতার সুযোগ এখনো আর্জেন্টিনার হাতে রয়েছে। আর্জেন্টিনার হারকে কেন বিশ্বের সবথেকে বড় অঘটন তকমা দেওয়া হচ্ছে? এমন অঘটন কি আগে ঘটেনি? ফুটবল বিশ্বকাপে এই নিয়ে ১১টি ধাক্কা, এর আগেও এমন অঘটনের সাক্ষী থেকেছে আর্জেন্টিনা।
ফিফা র্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে রয়েছে সৌদি আরব, অপরদিকে আর্জেন্টিনা রয়েছে ৩ নম্বরে। শক্তির তফাৎটা একবার ভাবুন। কেউ কি কল্পনাও করেছিল, বিশ্বকাপের মাঠে এত বড় ভোলবদল ঘটতে পারে? যদিও ঘটনা অঘটনে মোড়া ফুটবল বিশ্বকাপ। প্রথম থেকেই কাতার বিশ্বকাপে চমকের শেষ নেই। অনুগামীরা যে দলের কথা ভাবছেন জিতবেন, সেই দল শেষে গিয়ে হেরে বসে আছে। বিশ্বকাপের ইতিহাসে নানান অঘটনের ভিড়ে আর্জেন্টিনার হারকে অনেকেই বলছেন সব থেকে বড় অঘটন। আর্জেন্টিনার অনুগামীরা প্রথমেই ভেবেছিলেন তাদের দল জিতবে, তবে কল্পনা আর বাস্তবতার মধ্যে বিস্তার ফারাক। কল্পনার হিসেব মেলেনি বাস্তবের মাঠে। যার কারণে আর্জেন্টিনার হারে বহু ফুটবল প্রেমীর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। যদিও এখনো অনেকটা পথ বাকি। স্বপ্ন রক্ষার এই দৌড়ে আর্জেন্টিনা যে কোন মুহূর্তে এগিয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ডেটা কোম্পানি নিলসন গ্রেসনোট এই ঘটনাকে বলছে বিশ্বকাপের মাঠে ঘটা সবথেকে বড় অঘটন। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ১৯৫০ সালের একটি ম্যাচকে। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্র জিতে গিয়েছিল, অথচ যুক্তরাষ্ট্রের জয়ের সম্ভাবনা ছিল মাত্র ৯.৫ শতাংশ। সেই অঘটনকেও ছাড়িয়ে গিয়েছে ২০২২ এর বিশ্বকাপের ঘটনা। বিশ্বকাপের গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, সৌদি আরব, পোল্যান্ড এবং মেক্সিকো। সৌদিআরব এমন একটি দল যেখানে না আছে কোন বৈশ্বিক তারকা, না আছে মেসির মতো বিখ্যাত ফুটবলার। মোদ্দা কথায় আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়িয়েছিল দুর্বল প্রতিপক্ষ। তবে ম্যাচেই কামাল দেখিয়েছে সৌদি আরব । ডেটা কোম্পানির তথ্য অনুযায়ী, সৌদি আরবের জয়ের সম্ভাবনা ছিল মাত্র ৮.৭%। কিন্তু সেই সম্ভাবনাকে তুরি মেরে উড়িয়ে দিয়েছে সৌদি।
তবে এখনো আশার আলো নিভে যায়নি। স্বপ্ন রক্ষার পরীক্ষা জারি রয়েছে। সামনেই আর্জেন্টিনার চ্যালেঞ্জ এখন পোল্যান্ড। তার আগেই অনুশীলনের মাঝে হালকা মেজাজে ফ্রেমবন্দি হয়েছেন মেসি। অপরদিকে পোল্যান্ডের মধ্যেও আত্মবিশ্বাসের অভাব নেই, যা দেখে অনেকেই বিস্মিত। আসলে এই বিশ্বকাপের মাঠ এমনই, যেখানে যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলাতে বেশিক্ষণ সময় নেয় না। তবে ইতিমধ্যেই পোল্যান্ড একটি ম্যাচে জয়লাভ আর একটি ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট পেয়েছে। তাই আপাতত সি গ্রুপের শীর্ষস্থানে রয়েছে পোল্যান্ড। আর ৩ পয়েন্ট পেয়ে আর্জেন্টিনার রয়েছে দ্বিতীয় স্থানে। সৌদি আরব ৩ পয়েন্ট পেয়ে রয়েছে তৃতীয় স্থানে এবং মেক্সিকো মাত্র ১ পয়েন্ট পেয়ে রয়েছে চতুর্থ স্থানে। ইতিমধ্যেই সৌদি আরব এবং আর্জেন্টিনা দুটো দলই দুটো করে ম্যাচ খেলেছে। যার মধ্যে একটি ম্যাচে পেয়েছে জয়, আরেকটি ম্যাচে পেয়েছে পরাজয়। তবে আর্জেন্টিনা এবং সৌদি আরবের মধ্যে গোলের পার্থক্য রয়েছে। যার কারণে প্রভাব পড়েছে পয়েন্টে। ট্রফি জেতার দৌড়ে রণকৌশল সাজিয়ে রেখেছে আর্জেন্টিনা। মেসির উপর ভরসা রেখেছেন অনেকেই। যতই শক্তপোক্ত পরিকল্পনা হোক না কেন মেসির মতো শিল্পীকে আটকানো বেশ দুঃসাধ্য।
অঘটনের মোড়া ফুটবল বিশ্বকাপ
বিশ্বকাপের ময়দানে যে কোন সময় বাজি পাল্টে যেতে পারে। ১৯৯০ সালেও ঠিক এমন হয়েছিল। আর্জেন্টিনা ক্যামেরুনের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ শুরু করে। কিন্তু আশ্চর্য বিষয়, সেই বছর ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তাই নীল সাদা সমর্থকদের হাল ছেড়ে দেওয়ার মত কোন ঘটনা এখনও পর্যন্ত ২০২২ এর বিশ্বকাপে ঘটেনি।
১৯৩৮ সালেও ঘটেছিল এমন এক ঘটনা। কেউ ভাবতেই পারেনি রোমানিয়াকে হারাতে পারে কিউবা। ওই বছর বিশ্বকাপে কিউবার সুযোগ পাওয়ার কোন কথাই ছিল না। শুধুমাত্র মেক্সিকো সরে যাওয়ায় কিউবা খেলার সুযোগ পায়।
১৯৫০ সালে টানা ৭ টি ম্যাচ হেরে আমেরিকা খেলতে নেমেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই সাতটি ম্যাচে আমেরিকা গোল খেয়েছিল ৪৫টি। আর গোল দিতে পেরেছিল মাত্র ২টি। ইংল্যান্ড আমেরিকাকে সেভাবে কোন গুরুত্বই দেয়নি, অথচ বিশ্বকাপের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ জিতেছিল আমেরিকা।
১৯৬৬ সালে কোরিয়ার কাছে ইতালির পরাজয়, ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির কাছে পূর্ব জার্মানির পরাজয়কেও অঘটন বলে ধরা হয়। ১৯৮২ সালেও অবাক করা ঘটনা ঘটে। এই বছরই আলজিরিয়া সর্বপ্রথম বিশ্বকাপের মাঠে খেলতে নামে। আগেরবারের বিশ্বকাপ জয়ী পশ্চিম জার্মানিকে এই ম্যাচে হারিয়ে দেয় আলজিরিয়া।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম