Split Ends: চুলের ডগা ফেটে যাচ্ছে? পার্লারে গিয়েও মুক্তি পাচ্ছেন না! ঘরোয়া উপায়ে করুন সমাধান

।। প্রথম কলকাতা ।।

Split Ends: যত্ন নেওয়ার পরও চুলের ডগা ফেটে যাচ্ছে? বার বার ডগা কেটে ফেলে সমস্যা দূর করতে চাইছেন? এটা কিন্তু সমাধানের উপায় নয়। কিছুদিন পর আবার এই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই ডগা ফাটার সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে হবে। এমন উপায় গ্রহণ করতে হবে, তা ডগা ফাটার সমস্যাকে প্রতিরোধ করবে। হাতের কাছেই রয়েছে সমাধান। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন জেনে নিন এই প্রতিবেদনে।

চুলের ডগা ফাটা সমস্যায় কমবেশি সব মেয়েরাই ভোগে।দু’মুখো চুলের সমস্যার পেছনে নানা কারণ দায়ী থাকে।সাধারণত শুষ্কতার অভাবে স্প্লিট এন্ডের সমস্যা দেখা দেয়। এর জন্য পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচ করার কোনও প্রয়োজন নেই। ঘরোয়া কয়েকটি উপায়েই চিরতরে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। চলুন সেই পদ্ধতিগুলি দেখে নেওয়া যাক।

চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে নারকেল তেলের চেয়ে ভাল বিকল্প কিছু হয় না। নারকেল তেল খুশকি, চুল পড়া, ডগা ফাটা সহ সব ধরনের সমস্যাকে দূর করে দেয়। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত নারকেল তেল মেখে নিন। হাত দিয়ে হালকা মালিশও করতে পারেন। এবার চুলে একটা শাওয়ার ক্যাপ একঘন্টা জড়িয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নেবেন। ড্রায়ার ব্যবহার করে চুল শুকনো করবেন না। এতে চুল রুক্ষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

চুলের সমস্যা মধুও দারুণ উপযোগী। সপ্তাহে একবার করে মধুর হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল পুষ্টি পায়। এতে চুল মজবুত হয় এবং ডগা ফাটার সমস্যাও কমে যায়। এ জন্য চার টেবিল চামচ টক দইয়ের সঙ্গে চার চা চামচ মধু মিশিয়ে নিন। এতে এক চামচ নারকেল তেল কিংবা অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মেখে নিন। এটি স্ক্যাল্পেও লাগাতে পারেন, আবার শুধু চুলেও লাগাতে পারেন। হেয়ার মাস্ক মাখার পর চুলে শাওয়ার ক্যাপ জড়িয়ে রাখুন। ঘণ্টা দেড়েক রাখার পর শ্যাম্পু করে নেবেন। এই হেয়ার মাস্ক চুলের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। নিয়মিত এই হেয়ার মাস্ক ব্যবহার করলে আপনাকে স্প্লিট এন্ড নিয়ে চিন্তা করতে হবে না।

চুলের স্বাস্থ্য রক্ষায় মেথির ভূমিকা কমবেশি সকলেরই জানা। চুলের ডগা ফাটার সমস্যা রোধ করার ক্ষেত্রেও মেথি দারুণ কার্যকর। ঝলমলে চুল পেতে সঠিক উপায়ে মেথি ব্যবহার করা জরুরি। প্রতিদিনের জন্য মেথির তেল ব্যবহার করুন। মেথি ভিজিয়ে তার পেস্ট বানিয়ে নিন।মেথির পেস্টের সঙ্গে টক দই মিশিয়েও চুলে মাখতে পারেন। আবার মেথিকে গুঁড়ো করে নিয়ে টক দই মিশিয়েও চুলে লাগাতে পারেন। আপনি যে উপায়েই মেথি ব্যবহার করবেন, এটি আপনার ডগা ফাটার সমস্যা দূর করবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version