সারাক্ষণ ঠোঁট শুষ্ক থাকছে? যাচ্ছে না বগলের দুর্গন্ধ? নারকেল তেলেই হবে সমাধান

।। প্রথম কলকাতা ।।

নামি দামি কোম্পানির লিপ বাম লাগিয়েও ঠোঁটের শুষ্কভাব ঠেকানো যাচ্ছে না? বাম মুছে যেতেই সেই এক অবস্হা। আর্দ্রতা না থাকায় ফেটে যাচ্ছে ঠোঁট? কিংবা ধরা যাক বগলের দুর্গন্ধের কথাই। নামি কোম্পানির ডিওড্রেন্ট সহ নানান পারফিউম ব্যবহার করেও দুর্গন্ধ যাচ্ছে কই। চেষ্টার কোনও কসুর করছেন না, অথচ এর জন্য অস্বস্তিতে পড়তে হচ্ছে। পাল্টে পাল্টে এটা সেটা শ্যাম্পু ব্যবহার করছেন, তবুও চুল থাকছে তেল চটচটে।চুলের সেই সতেজতা নেই, উল্টে গোছা গোছা চুল উঠছে।এই সব সমস্যার একটাই সমাধান। সেই সমাধান রয়েছে আপনার হাতের কাছেই। নারকেল তেলই পারে আপনাকে এই তিন সমস্যা মুক্তি পেতে। কিভাবে ব্যবহার করবেন? চলুন দেখে নিই।

রূপচর্চায় অনেক দশক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল। ত্বক, চুলের বিভিন্ন সমস্যার চটজলদি সমাধান করতে অত্যন্ত উপকারী একটি উপাদান এটি। তবে শুধু ত্বক চুল নয়, ঠোঁটের শুষ্কভাব এবং বগলের দুর্গন্ধ দূর করতেও দারুণ উপকারী নারকেল তেল। এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ। যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। পাশাপাশি নারকেল তেল হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। যে কারণে শুষ্কভাব দূর করে ত্বককে হাইড্রেট রাখে। জেনে নিন কী ভাবে কাজে লাগাবেন নারকেল তেল। শুষ্ক ঠোঁটে নারকেল তেল কী ভাবে ব্যবহার করবেন?

ঠোঁট রুক্ষ শুষ্ক হয়ে গেলে নারকেল তেল এবং মধু একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। নারকেল তেল এবং মধু, উভয় প্রাকৃতিক উপাদানই ত্বক আর্দ্র রাখতে পারে। তাই এই দু’টি উপাদান একসঙ্গে ব্যবহার করা হলে ঠোঁটের শুষ্কভাব ও ফাটা সহজেই নিরাময় হবে। এক চা চামচ নারকেল তেলের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে ঠোঁটে লাগান। মিনিট পাঁচেক রাখার পর টিস্যু দিয়ে আলতো করে ঠোঁট মুছে ফেলুন। দিনে বেশ কয়েকবার এই মিশ্রণ লাগাতে পারেন।

বগলের দুর্গন্ধ দূর করতে কী ভাবে ব্যবহার করবেন নারকেল তেল?

বেকিং সোডা এবং নারকেল তেল একসঙ্গে মিশিয়ে বগলে লাগান।বেকিং সোডা ঘাম শোষণ করে এবং দুর্গন্ধ কমায়।নারকেল তেল ত্বকে পুষ্টি যোগায় এবং ময়েশ্চারাইজ করে। দুই চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। সুগন্ধের জন্য এই মিশ্রণে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। বগলে কয়েক মিনিট লাগিয়ে রাখুন এই মিশ্রণটি। তারপর জলে ধুয়ে ফেলুন।

তাহলে জানা গেল দামি বাম বা ডিও যখন কাজ করে না তখন কিছুটা নারকেল তেলই আপনার ঠোঁটের যত্ন বা বগলের ঘামের গন্ধ দূর করার পক্ষে যথেষ্ট। তেমনই নিয়মিত নারকেল তেল ব্যবহার করে চুলকেও লম্বা ও স্বাস্থ্যকর করা যায় অনায়াসেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version