মোদীর সঙ্গে গোপন মিটিং আমেরিকার! পুতিন মিস করলেন বড় সুযোগ

।। প্রথম কলকাতা ।।

বাইডেন জিতে গেলেন পুতিন মিস করলেন বড় চান্স। জি২০তে এসে বাইডেন ফের ছক্কা মারবেন। মোদীর সঙ্গে আলাদা করে বৈঠক কেন অ্যারেঞ্জ করল যুক্তরাষ্ট্র? পুতিন-জিনপিং না আসার বড় ফায়দা। এই তো নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে বৈঠক করলেন জো বাইডেনের সঙ্গে। কিন্তু আমেরিকার মন তাতে ভরেনি জি২০ সম্মেলনে এসে মূল সম্মেলন ছাড়াও ফের মোদীর সঙ্গে পার্শ্ববৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের এই খবরে পুতিন কী ভড়কে গেলেন রাশিয়ার কী প্রতিক্রিয়া এবার? এমনিতেই মস্কো জানিয়ে দিয়েছে তাদের ভিউস বা বক্তব্যকে যৌথ বিবৃতিতে গুরুত্ব না দেওয়া হলে বা না রাখা হলে তারা জি২০ সম্মেলন ব্লক করতে পারে। নিঃসন্দেহেই ভারতের জনয এটা উভয় সংকট পরিস্থিতি। একদিকে রাশিয়া চরমতম শত্রু আমেরিকা অন্যদিকে পরমবন্ধু পুতিন। মস্কোকে চটানোর জন্যই কী আমেরিকা নতুন কৌশল নেবে? জানা যাচ্ছে নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের তরফে এ কথা জানানো হয়েছে তাতে আলোচনা কী হতে পারে? নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে আমেরিকার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে। ৭ সেপ্টেম্বর আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন। বাইডেন ৮ সেপ্টেম্বর দিল্লি পৌঁছেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

চীন, ইউক্রেন, প্রতিরক্ষা খাতে পারস্পরিক বোঝাপড়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার ত্রিপক্ষীয় বৈঠক, কোয়াড, ইন্দো-প্যাসিফিক সহ একাধিক ইস্যুতে
মোদী সঙ্গে আলোচনা হতে পারে বাইডেনের এমনটাই আশা করা হচ্ছে। কূনৈতিক মহলের দাবি কিছু ক্ষেত্রে হয়ত ভারতের বাণিজ্যিক স্তরে লাভ হবে এমন আলোচনাও হতে পারে। তবে এরইমাঝে উঠে আসছে আরেকটা খবর জানা যাচ্ছে, কয়েক মাস পর হয়ত জানুয়ারিতেই ফের ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দেশের সম্পর্কের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

জল্পনা চলছে যে মার্কিন প্রেসিডেন্টকে হয়ত প্রজাতন্ত্র দিবসের ‘প্রধান অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এই খবর এখনও নিশ্চিত করা হয়নি। রাশিয়ার সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রকে এতটা গুরুত্ব ক্রেমলিনের বসে থাকা পুতিনের কাছে খবর গেলে তিনি মেনে নিতে পারবেন তো?

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version