Urinary Infection: ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন! জানুন এর ঘরোয়া প্রতিকার

।। প্রথম কলকাতা ।।

Urinary Infection: ইউরিন ইনফেকশন (Urinary Infection) রোগটি হামেশাই দেখা যায়। কমবেশি অনেকই এখন এই রোগে আক্রান্ত হচ্ছেন। মূলত ব্যাকটেরিয়া (Bacteria) সংক্রমণের কারণে রোগটি হয়। আমাদের তন্ত্রে থাকা এই ব্যাকটেরিয়া যখন মূত্রনালীর মাধ্যমে শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তখন তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (Urinary Tract Infection) বলা হয়। মূলত কিডনি, মূত্রনালি, মূত্রথলি বা একাধিক অংশে একসঙ্গে এই ধরণের ইনফেকশন (Infection) হতে পারে। এই সংক্রমণকেই সংক্ষেপে ইউরিন ইনফেকশন (Urinary Infection) বলা হয়। চিকিৎসকদের মতে, এই রোগে পুরুষদের তুলনায় মহিলাদের আক্রান্ত সংখ্যা অনেক বেশি।

উরিন ইনফেকশনের উক্ষণ:

কী কারনে ইউরিন ইনফেকশন হয়?

ইউরিন ইনফেকশনের ঘরোয়া প্রতিকার:

ইউরিন ইনফেকশন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version