Hookah Bar Closed : বন্ধ হতে চলেছে কলকাতার সব হুক্কা বার, লাইসেন্স ক্যান্সেলের নির্দেশ পুরসভার

।। প্রথম কলকাতা ।।

Hookah Bar Closed : শহরের বুকে যত হুক্কা বার রয়েছে সবগুলি বন্ধ করে দেওয়ার কড়া নির্দেশ দিল কলকাতা পুরসভা। এবার থেকে শহর কলকাতার আর কোন পানশালা কিংবা রেস্তোরাঁতে হুক্কার ব্যবস্থা থাকবে না। পৌরসভার এই কড়া নির্দেশ যারা অমান্য করবেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

তিনি জানান, বারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহার করার অভিযোগ বারে বারে উঠে এসেছে। যার কারণে তরুণ প্রজন্ম ক্রমশ মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই অভিযোগকে সামনে রেখেই শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এছাড়াও ফিরহাদ হাকিম জানান যে, ধোঁয়া ব্যবহার করা হচ্ছে তা শরীরে অত্যন্ত খারাপ প্রভাব ফেলছে। তার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে নেশা জাতীয় জিনিস। আর তা ক্রমশ তরুণ প্রজন্মকে ভেতর থেকে শূন্য করে দিচ্ছে।

মাদকের ব্যবসা এখন বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তাই গোড়া থেকে এই সমস্যার সমাধানে সমস্ত হুক্কা বার বন্ধ করে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে কলকাতা পুরসভা। এছাড়াও শুক্রবার পুরসভায় ফিরহাদ হাকিম জানান , বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত লাইসেন্স ক্যানসেল করে দেওয়া হবে। একইসঙ্গে শহরে আর কোন হুক্কা বার তৈরি করার জন্য লাইসেন্স দেওয়া হবে না। এই হুক্কার জন্য রেস্তোরাঁর পরিবেশ ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব কলকাতা সব হুক্কা বার বন্ধ করে দিতে হবে এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে। এবিষয়ে কলকাতা পুলিশের সাহায্যও চেয়েছেন ফিরহাদ হাকিম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version