অজিত ডোভালের ছেলের চাঞ্চল্যকর বয়ান! পাকিস্তানে কী ঘটেছিল গোপন ডেরায়? আরএসএস করেছিল কামাল

।। প্রথম কলকাতা ।।

অজিত ডোভালের ছেলের মুখে চাঞ্চল্যকর তথ্য, চেনেন এনাকে? পাকিস্তানে গোপন ডেরায় কেমন ছিল জীবন? শুনলে অবাক হতে হয়। ৭ বছরের কাহিনী কেউ জানতে পারেনি ঘুনাক্ষরেও। আরএসএস কীভাবে ঘোরালো সৌর্য ডোভালের জীবন? দেশের জেমস বন্ড ডোভাল পাকিস্তানে সন্তানদের কোন ছদ্মবেশে রেখেছিলেন? কীভাবে পাকিস্তানে নিজের স্ত্রীকে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন ডোভাল? এবার প্রকাশ্যে এল অজিত ডোভালের ছেলে সৌর্যর বিস্ফোরক বয়ান। পাকিস্তানের ইসলামাবাদে ছিলেন তারা কিন্তু কেউ জানতে পারেনি।

ইন্ডিয়া টুডের লাল্লানটপকে দেওয়া একটা সাক্ষাতকারে সৌর্য ডোভাল বলেন, তার পড়াশোনা দেশের সঙ্গে সঙ্গে পাকিস্তানেও হয়েছে টানা ৬ বছর ইসলামাবাদের স্কুলে পড়াশোনা করেছিলেন সৌর্য। আর সেখানেই তার সঙ্গে ঘটে অদ্ভুত এক ঘটনা আজও তার প্রভাব বয়ে নিয়ে বেড়াচ্ছেন সৌর্য। জানা যায় অজিত ডোভালের দুই ছেলে রয়েছেন সৌর্য ডোভাল ও বিবেক ডোভাল। লন্ডনে ব্যাঙ্কার থাকা সৌর্য ডোভাল বর্তমানে ভারতে ইন্ডিয়া নামক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। লন্ডনের বিলাসবহুল জীবন ছেড়ে কেন তিনি ভারতে এলেন সেটাও এক গল্প।

সৌর্য জানান পাকিস্তানের যে স্কুলে তিনি পড়তেন তিনি
তার ক্লাসের প্রায় ৫০ জন ছাত্র তার বিরুদ্ধে ছিল কারণ তিনি ভারতীয় ছিলেন। ১৯৮১-১৯৮৭ পাকিস্তান এমব্যাসিতে কাজ করতেন অজিত ডোভাল। বাবার কাজের সূত্রে সেখানে থেকে তাঁকেও পড়াশোনা করতে হয়
এই বিরুদ্ধাচারণ ছোট থেকেই তার মধ্যে রাষ্ট্রবাদ জাগিয়ে তোলে। পাকিস্তানে যে ইতিহাস পড়ানো হয় তা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন সেখানে ১৯৪৭ সাল থেকে পড়ানো হয় ইতিহাস৷ তার আগে ইতিহাসে বহু ভুল তথ্য বোঝানো হয়।

সৌর্য জানান, লন্ডনে পুরোপুরি সেটেল হওয়ার একটা সময় পর সৌর্যর মনে হয় এবার দেশের জন্য কিছু করার সময় এসেছে। ২০০৩-২০০৪ সাল আরএসএসের কোনও একজনের সঙ্গে যোগাযোগ হয় তাঁর সেই ব্যক্তির নাম বলতে চাননি তিনি। তিনি সৌর্যকে ভারতে ফিরে আসতে বলেন ও। ইন্ডিয়া নামক অর্গানাইজেশন তৈরি করার পরামর্শ দেন। পাকিস্তানে দীর্ঘ কয়েকবছর আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করেছেন ডোভাল, কিন্তু তার ছেলের এই কাহিনী রীতিমত হতবাক করে৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version