Akash missile defense system: ভারতের ওপর এয়ারস্ট্রাইক! চুপিসারে কাম তামাম করল রাক্ষস, ইন্ডিয়ান এয়ারফোর্স জিন্দাবাদ

।। প্রথম কলকাতা ।।

Akash missile defense system: ভারতের ওপর এয়াকস্ট্রাইক! চাঞ্চল্যকর তথ্য ফাঁস। একের পর এক মিশাইল আকাশ পথে আছড়ে পড়েছে। ইন্ডিয়ান আর্মির একটা অস্ত্রই রুখে দিল অ্যাটাক। জানতেও পারল না ভারতবাসী। কে চুপিসারে হামলা করল ভারতের ওপর? কোনও চিতকার চেঁচামেচি না করে মোদী নিলেন মোক্ষম সিদ্ধান্ত। আকাশের বুকেই ছিন্নভিন্ন করা হল শত্রুদেশের মিশাইল। চীন নাকি পাকিস্তান? শত্রুদের স্ট্র্যাটেজি পালটাতে হবে। কারণ ডিআরডিও ভারতের সীমান্তে রাক্ষসকে মোতায়েন করে রেখেছে। যা গিলে ফেলতে পারে শত্রুদের সব রকেট-ড্রোন-বোমাকে।

ভারত প্রথমবার করে দেখালো অসাধ্য সাধন। রাশিয়া-আমেরিকার মতো সুপারপাওয়ারেরা খাতায় কলমে প্রমাণ করলেও ভারত দেখালো বাস্তবে প্রমাণ দিয়ে যা আপনি আমি সকলেই দেখতে পাবো। একটি মাত্র ফায়ারিং ইউনিট ব্যবহার করে চার চারটে টার্গেটকে খতম করে দিতে পারে একসঙ্গে। ভারতের হাতে ভয়ঙ্কর অস্ত্র এবার দেখছে গোটা দুনিয়া। মিসাইল ডিফেন্স সিস্টেম আকাশ কীভাবে খেলা ঘোরাচ্ছে দেখুন। ‘অস্ত্রশক্তি ২০২৩’ কর্মসূচিতে অন্ধ্রপ্রদেশের সূর্যলঙ্কা এয়াফোর্স স্টেশন থেকে ওই মিসাইল ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করে ভারতীয় বায়ুসেনা। ভিডিওতে দেখা যাচ্ছে একসঙ্গে কীভাবে ৪টি লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানায় ধ্বংস করল আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম।

ডিআরডিও বলছে ভারত এমন দেশ যা প্রথম বার এই কাজ করে দেখালো। এর পাল্লা ৩০ কিলোমিটার কোনও টার্গেট মিস হবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন অনেকসময় এমনটা হয় যে বেশি পাল্লা রেঞ্জের কারণে এয়ার ডিফেন্স সিস্টেমটি সব টার্গেটকে ধ্বংস করতে সক্ষম হয় না। আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমে রয়েছে একটি ফায়ারিং লেভেল রেডার, একটি ফায়ারিং কন্ট্রোল সেন্টার, দুটি আকাশ এয়ার ফোর্স লঞ্চার ফায়ারিং লেভেল রেডার লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে এরপর ওই চার লক্ষ্যবস্তুর মধ্যে দুটি লক্ষ্যবস্তুকে বেছে নিয়ে আঘাত করে আকাশ মিসাইল। এরপর আরও দুটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় আরও দুটি মিসাইল। অনেকেই বলছেন এটা ভারতের কাছে বড় সাফল্য সেটা তো বোঝা গেল কিন্তু এর ভিডিও দেখিয়ে শত্রুকে তো সাবধান করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিশ্লেষকদের দাবি, দেখুন ভারত এখন শুধু দেশকে রক্ষা করতেই সম্পূর্ণ দেশীয় অস্ত্র করছে এমনটা কিন্তু নয়। ভারতের আরেকটা লক্ষ্য হল মেক ইন ইন্ডিয়ার অস্ত্র গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া। যেসব দেশের প্রতিরক্ষা মহল, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেদের চোখে এই ভিডিও পড়বে তারা কিন্তু ভারতের থেকে এই মিশাইল সিস্টেম কিনতে আগ্রহী হবে রীতিমত।

ধীরে ধীরে সময়ে সঙ্গে সঙ্গে আপগ্রেড হয়েছে আকাশ মিশাইল সিস্টেম একেবারেই এর পাল্টা ৩০ কিমি হয়নি ২০ থেকে বেড়ে ২৫ তারপর ৩০ হয়েছে। ২০২০ সালেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছিলেন এই আকাশ মিসাইল সিস্টেম আরও আধুনিক হচ্ছে। তখনই জানা গেছিল দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকা মিলিয়ে প্রায় দশটি দেশ এই সিস্টেম কিনতে আগ্রহী। ভারতীয় বিমান বাহিনী নরেন্দ্র মোদী সরকারের হাত ধরে স্বনির্ভরতার দিকে কাজ করছে বলে জানিয়েছে বায়ুসেনা। এবার দেখার ডিআরডিও এই ভিডিও দেখার পর আকাশ কেনার জন্য কোন কোন দেশ আগ্রহী হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version