জি-২০ র পর পি-২০ সামিট ভারতে! কানাডার বড় স্টেপ, চীন কি বয়কট করবে ?

।। প্রথম কলকাতা ।।

জি২০ সাফল্যের পর এবার পি২০ ভারতে। পি২০ কি? চীনের থেকে কে আসছেন ভারতে? ভারত-কানাডা দ্বন্দ্বের মধ্যে বড় স্টেপ ট্রুডোর পি২০তে। নয়া সংসদ ভবনেই এবার হতে পারে বড় কিছু। জি২০ সম্মেলন হোস্ট করে বিশ্বে নজর কেড়েছে ভারত। তাই এবার ভারতেই শুরু পি২০ সম্মেলন। বিশ্বের ২০ দেশ আবার এক মঞ্চে পি২০ সামিটের উদ্দেশ্য কী? কেন করা হয় এই সম্মেলন চীন কি এখানেও কলকাঠি নাড়ার চেষ্টা করবে? পি ২০ সম্মেলনের মানে পার্লামেন্টারি স্পিকার সামিট। জি২০র মতোই ২০টা দেশের স্পিকাররা আসছেন ভারতে। বিভিন্ন দেশের পার্লামেন্ট কীভাবে গোটা বিশ্বের জন্য এক হয়ে কাজ করতে পারে তা নিয়েই হবে মূলত আলোচনা কিন্তু এই পি২০ কি বয়কট করতে পারে কানাডা?

জি২০ সম্মেলনের সময় জাস্টিন ট্রুডো ভারতে এসেছিলেন ঠিকই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যেন রীতিমত একটা দুরত্ব বজায় রাখতে দেখা গিয়েছিল তাঁকে। জি২০ কাটিয়ে দেশে ফেরার পরই শুরু হয়ে যায় ভারতের দিকে আঙুল তোলার কাজ, কিন্তু না রিপোর্ট বলছে এবার কানাডার স্পিকার ভারতে আসবেন ১২ তারিখ থেকেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলছে জি২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির স্পিকারদের সম্মেলন পি২০। সেখানে আসছেন কানাডার সেনেটের স্পিকার রেমন্ড গ্যাগনে এ ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছে বলে জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। কিন্তু এখানেও রয়েছে ওটাওয়ার বড় টুইস্ট। সূত্রের দাবি, পি-২০ শীর্ষ সম্মেলনে আসার কথা ছিল কানাডার সংসদীয় নিম্ন কক্ষের হাউস অব কমন্স। নব মনোনীত অধ্যক্ষ গ্রেগ ফার্গুস-এর কিন্তু কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডোর ঘনিষ্ঠ লিবারাল পার্টির সাংসদ গ্রেগ ফার্গুস নিজেও কানাডার শিখ সম্প্র‍দায়, বিশেষ করে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ‘সহানুভূতিশীল’ বলে পরিচিত। তাই সম্ভবত বিতর্ক এড়াতে তাঁর জায়গায় রেমন্ড গ্যাগনেকেই দিল্লি পাঠাতে মনস্থ করেছেন ট্রুডো।

এদিকে চীন থেকে কে আসছেন জানেন? জি২০ সম্মেলন হয়েছিল ভারত মন্ডপমে‌ তবে পি২০ আসর বসবে দ্বারকায় তৈরি নবনির্মিত ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার ‘যশোভূমি’তে। এদিকে জানা যাচ্ছে বেজিংয়ের তরফে চীনা সংসদের ন্যাশনাল পিপলস কংগ্রেস চেয়ারম্যান ঝাও লে শি-র নির্দেশে এক ভাইস চেয়ারম্যানকে দিল্লি পাঠাচ্ছে বেজিং। জানা যাচ্ছে ১৩ ও ১৪ তারিখ হবে সম্মেলনের মুখ্য আলোচনা। সেখানে চারটি বিষয় থাকছে চর্চায়সে গুলি হল মহিলা নেতৃত্বের উন্নয়ন, ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও বেশি করে ব্যবহারে জোর, সার্বিক উন্নয়ন এবং শক্তি তথা এনার্জির রূপান্তর। এবার দেখার পি২০ সামিট থেকে নতুন কোন দিগন্তের উন্মোচন করে ভারত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version