এক ঝাঁক দেশ আচমকাই ঘিরে ফেলছে দিল্লিকে, অস্ত্র বলয়ে ভারত

।। প্রথম কলকাতা ।।

দিল্লিতে অস্ত্রের পাহাড়! বড় কিছু ঘটছে IPACC-ই ৪৮ ঘন্টার মৌচাক। ৩০-৩৫ টা দেশ আচমকাই ছেঁকে ধরছে দিল্লিকে। এতো এতো দেশের চিফ অব আর্মি স্টাফ, কেন ঢুকছেন ভারতে? ইন্দো প্যাসিফিক রিজিয়নে এবার মোক্ষম চাল ভারতের। ভারতের অস্ত্রে কীসের টান? কীসের মোহ? দিল্লির বুকে ঢালাও অস্ত্র। ভারতের কাছে ছুটে এলো দেশগুলো। ইন্দো প্যাসিফিক আর্মিস চিফস কনফারেন্স দিল্লিতে। ভারত আর মার্কিন সেনা যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করছে।

২৬ আর ২৭ সেপ্টেম্বর, ৪৮ ঘন্টায় আমাদের দেশ নিজেদের খতরনাক সব অস্ত্র ডিসপ্লে করছে। আনম্যান্ড এরিয়াল সিস্টেম, ড্রোন রুখে দেয় এমন বন্দুক, জ্যামার্স, স্নাইপার রাইফেল, সুরক্ষা কবচ ভারতের হাতিয়ার। এছাড়াও রয়েছে মেশিন পিস্তল, রোবোটিক সাজসরঞ্জাম, অটোমেটিক অস্ত্র পরিষ্কারের সিস্টেম। প্রায় ৩০টি ভারতীয় ভেন্ডর এই প্রদর্শনীর পার্ট। স্থলবাহিনীর ক্ষেত্রে এটা সর্ববৃহৎ প্রদর্শনী। যেখানে পার্টিসিপেট করেছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, মলদ্বীপ, পাপুয়া নিউ গিনি। ২০টি দেশের চিফ অব আর্মি স্টাফরা হাজির ভারতে। বাকি অন্যান্য দেশের ডেপুটি কমান্ডাররাও এসেছেন। ভারতের অস্ত্র হুহু করে ছেয়ে যাচ্ছে গোটা বিশ্বে। অস্ত্র রপ্তানিতে ভারতের সামনে খুলছে নতুন দুয়ার। প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানি বাড়াতে মরিয়া চেষ্টা মোদী সরকারের।

ভারত যে ধরনের অস্ত্র তৈরি করেছে-করছে, তাতে গোটা বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্রের বাজার ধরতে, অস্ত্রের বরাত মিলতে খুব বেশি কসরত করতে হবে না। তেজস ব্রাহ্মোসের খেল, খতরনাক সব অস্ত্রের কেরামতিতে ভারতের পাওয়ার বাড়ছে। “মেক ইন ইন্ডিয়া”র সাক্সেস দেখে হাত কামড়াচ্ছে শত্রু দেশ। IPACC একটা বড় মঞ্চ। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কতটা এগিয়ে গেছে তা অন্যান্য দেশের সামনে তুলে ধরার একটা বড় সুযোগ। ভারতের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলার ক্ষেত্রে দেশ কতটা প্রস্তুত সেটা দেখবে এবার শত্রুদেশ। টার্গেট একটাই ইন্দো প্যাসিফিক রিজিয়নে শান্তি বজায় রাখা, সুরক্ষা যথাযথ রাখার ক্ষেত্রে এই উদ্যোগ কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টার্গেটের কাছাকাছি ভারত। ২০২২-২৩ সালে মোট ১৬ হাজার কোটি টাকার রেকর্ড অস্ত্র বিক্রি করেছে মোদী সরকার। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে কমপক্ষে ৮৫টা দেশ অস্ত্র কিনছে নয়াদিল্লির থেকে। ২০২৪-২৫ সালে ভারত অন্তত ৩৫,০০০ কোটি টাকার অস্ত্র বিদেশে রফতানি করতে চাইছে।

সাম্প্রতিক তথ্য বলছে, ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ফিলিপিন্স। এছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এমনকী সৌদি আরবকেও বড় অঙ্কের অস্ত্র রফতানি করেছে ভারত। এমনকি আমেরিকা, রাশিয়া বা ইজরায়েলের মতো সামরিক শক্তিতে শক্তিশালী দেশগুলো যে যে দেশের কাছ থেকে অস্ত্র কেনে, সেই লিস্টেও রয়েছে ভারতের নাম। কিন্তু এখানেই থেমে থাকতে নারাজ ভারত। তাই, অস্ত্র উৎপাদন ও রফতানিতে দিনে দিনে আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠছে ভারত। দশকের পর দশক ধরে যে ভারত বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ ছিল, সেই ভারত এখন অস্ত্র রপ্তানির বাজার ধরতে আগ্রহী। শুধু প্রথম পাঁচে আসাই বাকি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version