রান্নাঘরের একটি উপাদানই করবে ক্লিনজ়ারের কাজ, সঙ্গে হাজার উপকার

।। প্রথম কলকাতা ।।

ক্লিনজ়ার শেষ? চিন্তার কোন কারণ নেই। রান্নাঘরের একটি উপাদান দিয়েই সেরে নিতে পারবেন ক্লিনজার এর কাজ। সাথে পাবেন হাজার উপকার। গোটা শীতকাল গ্লো করবে আপনার ত্বক। কাঁচা দুধেই করবে বাজিমাত। কিভাবে ইউস করবেন? শীতের মরশুমে বেশিরভাগ মানুষ এমন পণ্য বেছে নেন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এক্ষেত্রে ত্বকের যত্নে দুধের জুড়ি মেলা ভার। ডায়েটে দুধ রাখলে যেমন বিশেষ উপকার মেলে, তেমনই ত্বককে সুন্দর রাখতেও দুধের কোনও বিকল্প হয় না। বিশেষত এই শীতের দিনে, ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে, ত্বকের জেল্লা বজায় রাখতে এবং ক্লিনজ্জার হিসেবে দুধ ভীষণ কার্যকর। কিন্তু ত্বকের কোন সমস্যার জন্য কীভাবে দুধ ব্যবহার করবেন।

শুষ্ক ত্বকের সমস্যা বাড়লে ত্বকের প্রদাহও বাড়তে থাকে। এ ছাড়াও ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। এক্ষেত্রে কাঁচা দুধ ব্যবহার করুন। সরাসরি ত্বকের উপর কাঁচা দুধ লাগান। কাঁচা দুধ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। তুলোর বলে কাঁচা দুধে ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মিনিট কুড়ি অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। প্রতিদিন এই টোটকা মানলে নিজেই পার্থক্য দেখতে বুঝতে পারবেন।

দুধ একটি আশ্চর্যজনক ক্লিনজার। কাঁচা দুধের মধ্যে ভিটামিন, আলফা হাইড্রক্সি অ্যাসিড, ক্যালশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। মেক আপ অপসারণ করতে এবং ঘুমোনোর আগে মুখ গভীরভাবে পরিষ্কার করতে দুধ ভালো ক্লিনজারের কাজ করে।এটি শুধুমাত্র ময়লা এবং দাগ দূর করে না বরং ত্বককে নরম ও কোমল করে। রোজ রাতে কাঁচা দুধে সামান্য ময়দা মিশিয়ে মুখে হালকা হাতে ম্যাসাজ করতে পারেন। ৫,৭ মিনিট করার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নেবেন। অনেক উপকার পাবেন।

ট্যান দূর করতেও দারুন কার্যকরী কাঁচা দুধ। শীতেও ত্বকে ট্যান পড়ে। দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের ট্যান দূর করে দেয়। এতে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। ঠাণ্ডা দুধ রোদে পোড়া জায়গার উপর কিছুক্ষণ লাগিয়ে রাখুন। দেখবেন জ্বালাভাব ও লালচে ভাবও কমে গিয়েছে।

ত্বকের দাগ ছোপ দূর করার ক্ষেত্রেও কাঁচা দুধ দারুণ উপকারী। কাঁচা দুধে ৪টে আমন্ড ও ৪টে খেজুর সারারাত ধরে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে এটা মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা হাতে স্ক্রাব করুন। এতে ত্বকের যাবতীয় দাগছোপ দূর হয়ে যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version