Vaseline: সামান্য ভেসলিনের হাজারো ফায়দা, প্রয়োজন নেই দামি দামি প্রোডাক্টের

।। প্রথম কলকাতা ।।

Vaseline: শীত পড়তেই বাঙালির ঘরে ঢুঁ দিলেই খোঁজ পাওয়া যাবে ভেসলিনের(Vaseline)। কম বাজেটে ত্বক মোলায়েম করে ভেসলিন(Vaseline)। মানুষের ড্রেসিং টেবিলের যতরকম প্রোডাক্টই থাকুক না কেন, ভেসলিন পেট্রোলিয়াম জেলি( Vaseline Petroleum Jelly) ছাড়া সেই কালেকশন স্বয়ংসম্পূর্ণ হয় না। শীতে চটজলদি রুক্ষ ত্বক মসৃণ করে তোলে সামান্য ভেসলিন। এটি শুধুমাত্র শুষ্ক ত্বক মোলায়েম করে না, এর আরো অনেক রকম কাজ রয়েছে। আপনি চাইলে সামান্য ভেসলিন দিয়ে অসম্ভব সুন্দর কিছু কাজ করতে পারেন না। চার পাঁচটা দামি দামি ক্রিমকে হার মানিয়ে দেবে ভেসলিন। আপনার মেকআপ বক্সে যদি নেলপলিশের দাগ তুলতে, মেকআপ তুলতে কিংবা ল্যাশ কন্ডিশনার হিসেবে কোন ক্রিম না থাকে তাহলে ভেসলিন দিয়ে অনায়াসে কাজ চালিয়ে নিতে পারেন।

(১)অনেক সময় নেলপলিশ পরতে গিয়ে নখের চারিপাশে চামড়ায় লেগে যায়। ঘরে ভেসলিন থাকলে চিন্তা নেই। নেলপলিশ ব্যবহারের আগে প্রথমে আঙুলে ভালোভাবে ভেসলিন মেখে নেবেন। তারপর নেলপলিশ শুকিয়ে গেলে খুব সহজেই আঙুলের চারপাশ থেকে তুলো দিয়ে মুছলে দেখবেন বাড়তি রং উঠে এসেছে।

(২)বাড়িতে ল্যাশ কন্ডিশনার না থাকলে চিন্তা নেই। সামান্য ভেসলিন আপনাকে অপরূপ সুন্দর করে তুলতে পারে। নিয়মিত মাস্কারা ব্যবহার করলে চোখের পল্লব ঝরে পড়ে যায়। সেক্ষেত্রে চোখের পল্লব সুন্দর রাখতে চোখের পাতায় ব্যবহার করুন ভেসলিন পেট্রোলিয়াম জেলি। এর ফলে প্রতিদিন মাস্কারা দেওয়ার প্রয়োজন পড়বে না, আবার আইল্যাশও ভালো থাকবে। চোখের পাতাকে গ্লসি করতে ভেসলিন ব্যবহার করতে পারেন। চোখের পাতার উপর সামান্য পরিমাণে ভেসলিন লাগিয়ে নিলেই পাবেন অসাধারণ মেকআপ লুক।

(৩)মেকআপ তুলতে দামি দামি প্রোডাক্টের পরিবর্তে আপনি ভেসলিন ব্যবহার করতে পারেন। আপনার মেকআপ বক্সে রেখে দিতে পারেন ছোট্ট একটি ভেসলিন পেট্রোলিয়াম জেলির(Vaseline Petroleum Jelly)কৌটো। মেকআপ রিমুভার(Makeup Remover) হিসেবে প্রথমে মুখে সামান্য ভেসলিন লাগিয়ে তুলো দিয়ে মুছলেই পাবেন পরিষ্কার ঝকঝকে ত্বক।

(৪)যদি হাইলাইটারের( Highlighter) অতিরিক্ত চিকচিকে ভাব পছন্দ না করেন, তাহলে মেকআপে স্বাভাবিক ফিনিশ আনতে ব্যবহার করতে পারেন ভেসলিন। চিকবোন, ওপরের ঠোঁটের খাঁজে, চিবু,কে নাকের দুপাশে আর কপালে হালকা করে ভেসলিন ব্যবহার করুন। দেখবেন মুখ আগের থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।

ত্বকের সুরক্ষা কবচ

ত্বকের জন্য ভেসলিনের হাজারো উপকারিতা রয়েছে। ঠান্ডা বা বাতাসে দ্রুত ঠোঁট শুকিয়ে যায়, সেক্ষেত্রে ভেসলিন ব্যবহার করলে এটি নাজুক ত্বক রক্ষা করে। ভেসলিনে অ্যালার্জি প্রতিক্রিয়া খুব কম। পাতলা ব্রাশ ভ্রু সোজা করতে এবং তাদের জায়গায় রাখতে ভেসলিন দুর্দান্ত কার্যকরী। এটি মুখের আদ্রতাকে লক করে, যার কারণে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মুখে স্বাভাবিক আদ্রতা এবং কোমলতা স্তর বজায় থাকে। একটি প্রতিরক্ষা মূলক স্তর তৈরি করতে সক্ষম। ভেসলিন বাইরের ব্যাকটেরিয়াকে ত্বকের ক্ষত আক্রমণ করতে বাধা দেয় এবং নিরাময়ের চেষ্টা করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version