।। প্রথম কলকাতা ।।
Nasal vaccine: চিনে যেভাবে করোনা বাড়ছে তাতে আতঙ্ক তৈরি হচ্ছে ভারতেও। দেশের অধিকাংশ রাজ্য এই নিয়ে সর্তকতা নিতে শুরু করে দিয়েছে। এর ফলে করোনার বুস্টার ডোজ (Booster dose) নেওয়ার উদ্যোগ নিচ্ছেন অনেকেই। এর মধ্যে করোনার বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটেককে ন্যাজাল ভ্যাকসিনকে (Nasal vaccine) অনুমোদন দিয়েছিল কেন্দ্র।
এক প্রকার কোভিড আতঙ্ক চেপে বসেছে ভারতে। সেই আবহে নেজাল ভ্যাকসিনের দাম নির্ধারণ করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জিএসটি ছাড়া রেজাল্ট (Result) ভ্যাকসিনের দাম ৮০০ টাকা পড়ছে। জিএসটি সমেত দাম পড়তে পারে হাজার টাকা।
দেশের প্রথম নেজাল ভ্যাকসিন অর্থাৎ নাকের মধ্যে ফোটার আকারে দেওয়া টিকাকে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। বুস্টার ডোজ হিসেবে এই নেজাল ভ্যাকসিন নেওয়া যাবে। আপাতত বেসরকারি হাসপাতালগুলিতে মিলবে নেজাল ভ্যাকসিন।
ট্রায়ালের সময় এই নেজাল ভ্যাকসিনকে দু ভাবে পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে করোনার টিকার দুটি ডোজ ও নেজাল ভ্যাকসিন এর একটি ডোজ দেওয়া হয়েছিল। দ্বিতীয় ক্ষেত্রে যারা আগেই করোনার টিকার দুটি ডোজ পেয়ে গিয়েছিলেন তাদের এই নেজাল ভ্যাকসিন দেওয়া হয়। ট্রায়ালে দেখা গিয়েছিল করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই নেজাল ভ্যাকসিন। ভ্যাকসিনটি তৈরি হয়েছে ভারত বায়োটেক এবং ওয়াশিংটনের সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম