Impact of climate Change: জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক বিপদে ভারতের ৯টি রাজ্য! প্রকাশ্যে ভয় ধরানো রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

Impact of climate Change: মহাবিপদে ভারতের (India) বেশ কয়েকটি রাজ্য (State)। দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক বিশৃঙ্খলা। যার কারণে প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় দ্রুত বাড়ছে। গোটা বিশ্বজুড়ে ভূমিকম্প (Earthquake) এখন তাণ্ডব চালাচ্ছে। তার পাশাপাশি রয়েছে বন্যা, অত্যাধিক বৃষ্টিপাত, ধস, খরা প্রভৃতির মতো সমস্যা। এবার প্রকাশ্যে এল এমন এক রিপোর্ট (Report) যা শুনলে আপনি একটু ভয় পাবেন। বিশ্বের শীর্ষ ৫০ টি অঞ্চলের মধ্যে রয়েছে ভারতের নয়টি রাজ্য। যেখানে জলবায়ু পরিবর্তনের (Climate Change) কারণে মানুষ বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এই রাজ্যগুলিতে জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হয়েছে একের পর এক বিপর্যয়। এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে সোমবার। অস্ট্রেলিয়ার ক্রস ডিপেনডেন্সি ইনিশিয়েটিভ (Cross Dependency Initiative) বা XDI গোটা বিশ্বজুড়ে প্রায় ২৬০০টিরও বেশি রাজ্য এবং সেই অঞ্চলে মানব সৃষ্ট পরিবেশের জন্য ভৌত জলবায়ুর কতটা ঝুঁকি রয়েছে সেই বিষয়ে মূল্যায়ন করেছে।

মানুষ নিজেদের প্রয়োজনে পরিবেশে নানান পরিবর্তনে এনেছে। পরিবেশে অন্তর্ভুক্ত হয়েছে এমন কিছু খারাপ প্রভাব যার জন্য দায়ী মানুষ। ‘Money Control’ এ প্রকাশিত তথ্য অনুযায়ী, XDI জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়ার সঙ্গে তুলনা করে বন্যা, দাবানল, আগুন, তাপপ্রবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ভবন আর সম্পত্তির ক্ষয়ক্ষতির তথ্য মূল্যায়ন করে। এক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে চীন আর ভারতের দিকে। এই তালিকায় ঝুঁকির শীর্ষস্থানে রয়েছে প্রায় ১১৪ টি এশিয়ান অঞ্চল। বিশ্লেষণ অনুযায়ী, ২০৫০ সালে শীর্ষ ৫০ টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্য এবং প্রদেশগুলোর ৮০ শতাংশ রয়েছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে। এই তালিকায় চীনের পর ভারতের সর্বাধিক ৯টি রাজ্য রয়েছে। যার মধ্যে ২২ নম্বরে রয়েছে বিহার, ২৫ নম্বরে উত্তর প্রদেশ, ২৪ নম্বরে আসাম, ৩২ নম্বরে রাজস্থান, ৩৬ নম্বরে তামিলনাড়ু, ৩৮ নম্বরে মহারাষ্ট্র, ৪৮ নম্বরে গুজরাট, ৫০ নম্বরে পাঞ্জাব এবং ৫২ নম্বরে কেরালা অন্তর্ভুক্ত। আসাম ১৯৯০ সালের তুলনায় ২০৫০ সালের মধ্যে মানবসৃষ্ট পরিবেশের জলবায়ু ঝুঁকিতে ৩৩০ শতাংশের বেশি বৃদ্ধি দেখতে পাবে।

সিন্ধু প্রদেশ সহ শীর্ষ ১০০ তে পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশও রয়েছে। ২০২২ সালের জুন থেকে আগস্টের মধ্যে বিধ্বংসী বন্যা পাকিস্তানের ৩০ শতাংশ ভূখণ্ডকে প্রভাবিত করেছে এবং সিন্ধু প্রদেশে আংশিক বা সম্পূর্ণভাবে নয় মিলিয়নেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির ঝুঁকির শীর্ষ ১০০-এর মধ্যে অত্যন্ত উন্নত এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ এশিয়ান অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বেইজিং, জাকার্তা, হো চি মিন সিটি, তাইওয়ান এবং মুম্বাই। মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শীর্ষ ৫০ এ একাধিক প্রদেশ ও রাজ্য সহ অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে ব্রাজিল, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া। ইউরোপের শহরগুলির মধ্যে রয়েছে লন্ডন, মিলান, মিউনিখ এবং ভেনিস।

তাই বলাই যায়, ২০৫০ সালে জলবায়ু পরিবর্তন আর বিশ্ব উষ্ণায়নের কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশ ক্ষতির মুখে পড়তে চলেছে। আশঙ্কা রয়েছে ভারতের একাধিক রাজ্যে। বিশ্ব উষ্ণায়নের সার্বিক প্রভাব পড়বে ভারতের ১৪ টি রাজ্যে, যার কারণে একের পর এক দেখা দেবে প্রাকৃতিক দুর্যোগ। পাশাপাশি কৃষি উৎপাদন, জীববৈচিত্র আর মানব স্বাস্থ্যের ক্ষেত্রেও বড়সড় ঝুঁকি দেখা দিতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version