Gujarat Election 2022: গুজরাটে প্রথম দফায় ভোট পড়ল ৫৭ শতাংশ, রোড শো করলেন নরেন্দ্র মোদী

।। প্রথম কলকাতা।।

Gujarat Election 2022: বৃহস্পতিবার গুজরাটে শেষ হয়েছে প্রথম দফার ভোটদান পর্ব। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আগামী ৫ ডিসেম্বর। এদিন ভোট পড়েছে মাত্র ৫৭ শতাংশ। এদিকে সকাল থেকেই ভোট দেওয়ার জন্য বুথে বুথে ভিড় জমিয়েছিলেন মানুষজন। এমনকি ভোটের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন এক ব্যাক্তি। ৮৯টি আসনে ভোট ছিল আজ। অন্যদিকে এরই মাঝে আমদাবাদে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভারতীয় জনতা পার্টির। এবারে গেরুয়া শিবিরের সামনে জোড়া চ্যালেঞ্জ- কংগ্রেস ও আম আদমি পার্টি। যে কারণে এবারের নির্বাচনের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফার ভোটগ্রহণে কাটাগ্রাম কেন্দ্রে ভোটদানে ইচ্ছে করে দেরি করা হয়েছে বলে দাবি তোলেন আপ প্রধান গোপাল ইটালিয়া। অন্যদিকে রাজকোটে সকাল সকাল ভোট দিয়েছেন রিভাবা জাদেজা।

এদিকে এদিন মোদীগড়ে বিয়ের থেকে বেশি গুরুত্ব পেয়েছে ভোটাধিকার প্রয়োগ। বিয়ের পোশাকেই ভোট দিতে দেখা গিয়েছে গুজরাটের প্রফুল্লভাই মোরেকে। তাঁর বক্তব্য, আপনার মূল্যবান ভোটকে নষ্ট হতে দেবেন না। বৃহস্পতিবার মহারাষ্ট্রে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ভোট দেবেন বলে পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠানকেই পিছিয়ে দেন তিনি এবং বরের বেশে ভোট দিতে হাজির হন প্রফুল্লভাই। অন্যদিকে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির ‘ডবল ইঞ্জিন সরকার’ মানে ‘দ্বৈত সুবিধা, দ্বিগুণ প্রচেষ্টা এবং রাজ্যের উন্নয়নের জন্য দ্বিগুণ ফলাফল’ বলে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির বিজয় সংকল্প সম্মেলনে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, ‘আজ গুজরাটের মানুষের হৃদয় ও মনে বিজেপির প্রতি আস্থা রয়েছে। জনগণের সমর্থন সর্বকালের সর্বোচ্চ’।

এএনআই’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রাজ্যটি দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি এবং দলটি সপ্তম মেয়াদে ক্ষমতায় ফিরে আসার লক্ষণ নির্ধারণ করেছে। ২০০১-২০১৪ পর্যন্ত গুজরাটের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু মোদীগড়ে নতুন সরকার গঠনের যথাসাধ্য চেষ্টা করছে আপ ও কংগ্রেস। সব মিলিয়ে কার সঙ্গ দেয় গুজরাটবাসী, তার দিকেই তাকিয়ে রয়েছে সবাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version