Indian Economy: ভারতের ৪০% সম্পত্তি ১% ধনীদের কাছে, অভাবে ধুঁকছে গরিবরা! কী বলছে রিপোর্ট?

।। প্রথম কলকাতা ।।

Indian Economy: দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার জল কতদূর গড়িয়েছে? ধনী আর গরিবের বৈষম্য ঠিক কতটা? এই তথ্য জানলে আপনি একটু অবাক হবেন। ধনী গরিবের মধ্যে থাকা বৈষম্য নিয়ে নানা আলোচনা হয়। কিন্তু এবার এমন এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে যা দেখলে দেশের গরিবদের জন্য একটু হলেও দুশ্চিন্তায় পড়বেন। ভারতের মোট ৪০ শতাংশ সম্পত্তি রয়েছে শুধুমাত্র দেশের ১ শতাংশ ধনী ব্যক্তিদের কাছে। অর্থাৎ ভারতের মতো এত বিশাল জনগণের একটি দেশের ৬০ শতাংশ সম্পত্তি রয়েছে ৯৯ শতাংশ মানুষের কাছে। সম্প্রতি অক্সফাম ইন্টারন্যাশনাল (Oxfam International) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ভারতের ১ শতাংশ ধনীর কাছে রয়েছে দেশের সম্পত্তির প্রায় ৪০ শতাংশ। পাশাপাশি ভারতের জনসংখ্যার সবচেয়ে দরিদ্র অংশের কাছে এই সম্পত্তির পরিমাণ রয়েছে মাত্র ৩ শতাংশ।

অক্সফাম ইন্টারন্যাশনাল (Oxfam International) ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (World Economic Forum) বার্ষিক সভার প্রথম দিনে এই বার্ষিক বৈষম্য প্রতিবেদন প্রকাশ করেছে (Annual inequality report)। রিপোর্ট অনুযায়ী, যদি ভারতের ১০ জন ধনী ব্যক্তির উপর সম্পত্তির ৫ শতাংশ কর আরোপ করা হয় তবে শিশুরা তাদের শিক্ষার জন্য পুরো অর্থ পেতে পারে। এই প্রতিবেদনের শিরোনাম রাখা হয়েছে সারভাইভাল অব দ্য রিচেস্ট (Survival of the Richest)।

ভারতীয় ধনীদের কাছে প্রায় মোটা টাকার তহবিল রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ভারতে বিলিয়নিয়ারদের সম্পূর্ণ সম্পদের উপর একবার ২ শতাংশ হারে কর আরোপ করা হয় তাহলে আগামী তিন বছরের জন্য দেশের অপুষ্টিতে ভোগা শিশুদের খাবারের অভাব হবে না। এক্ষেত্রে টাকা উঠবে প্রায় ৪০ হাজার ৪২৩ কোটি টাকা। দেশের ১০ ধনকুবেরের ওপর যদি ৫ শতাংশ এককালীন কর আরোপ করা হয় তাহলে টাকা উঠবে প্রায় ১ লক্ষ ৩৭ কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবছরের জন্য দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং আয়ুষ মন্ত্রকের আনুমানিক তহবিলের থেকে প্রায় দেড় গুণ বেশি।

অক্সফামের এই রিপোর্টটি ভারতের অসমতার প্রভাব নিরূপণের জন্য এক গুণগত এবং পরিমাণগত (Qualitative and quantitative) তথ্যের মিশ্রণ। এই রিপোর্ট অনুযায়ী ভারতে এখনো লিঙ্গ বৈষম্য (Gender inequality) বজায় রয়েছে, যেখানে নারী শ্রমিকরা (Female workers) পুরুষ শ্রমিকদের (Male worker) তুলনায় কম টাকা পান। গ্রামীন কর্মী এবং তফশিলি জাতিদের মধ্যে এই পার্থক্য আরো বেশি। ভারতে করোনার পর থেকেই ধনীদের সম্পত্তি আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ভারতে বিলিয়নিয়ারদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে প্রায় ১২১ শতাংশ অর্থাৎ প্রায় দৈনিক ৩৬০৮ কোটি টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version