2023 Auto Expo: কবে থেকে শুরু হচ্ছে অটো এক্সপো? কীভাবে যাবেন, টিকিটের দাম কত? সব তথ্য একনজরে

2023 Auto Expo: করোনা প্রকোপ কাটিয়ে ক্রমশ চাঙ্গা হচ্ছে দশের অটোমোবাইল বাজার। তিন বছর পর অনুষ্ঠিত হতে চলেছে দেশের সবচেয়ে বাইকের মেলা ২০২৩ অটো এক্সপো।

2023 Auto Expo: কবে থেকে শুরু হচ্ছে অটো এক্সপো? কীভাবে যাবেন, টিকিটের দাম কত? সব তথ্য একনজরে

।। প্রথম কলকাতা ।।

অতিমারীর ফলে দু বছর অনুষ্ঠিত হতে পারেনি দেশের সবচেয়ে বড় অটোমোবাইল শো অটো এক্সপো। যা আয়োজন করে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবিলে ম্যানুফাকচার্স (SIAM)। এই অনুষ্ঠানে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার গাড়ি বাইকের মেলা বসে। প্রদর্শনী হয় গাড়িতে ব্যবহৃত নানা রকম কম্পোনেন্টেরও। এ বছর দিল্লি, গ্রেটার নয়ডা, ইন্ডিয়া এক্সপো মার্টে (India Expo Mart) এই অটো এক্সপোর আসর বসবে। কবে থেকে অটো এক্সপো শুরু হবে,কোথা থেকে টিকিট কাটবেন এবং কীভাবে যাবেন সব তথ্য বিশদে জেনে নিন।

২০২৩ অটো এক্সপো তারিখ ও সময় (2023 Auto Expo Date & Timings)

আরো পড়ুন: 2023 Auto Expo-তে একঝাঁক নতুন গাড়ি লঞ্চ, আপনার কোনটা পছন্দ? রইল লিস্ট

 

২০২৩ অটো এক্সপো ভেন্যু এবং কীভাবে পৌঁছবেন? (2023 Auto Expo Venue & how to reach)

গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে-র নিকটে অবস্থিত ইন্ডিয়া এক্সপো মার্ট, গ্রেটার নয়ডা, উত্তর প্রদেশে অনুষ্ঠিত হবে এই অটো এক্সপো। দর্শনার্থীরা একাধিক পরিবহন মাধ্যমে ভেন্যুতে পৌঁছতে পারবেন। নয়ডার নলেজ পার্ক মেট্রো স্টেশন থেকে এই স্থানে পৌঁছনো যাবে। অথবা পারি চক থেকে বাস ধরেও পৌঁছনো যাবে। তাছাড়া এই গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্ত। এখন থেকেও ক্যাব-ট্যাক্সির মাধ্যমে ভেন্যুতে পৌঁছনো যাবে।

২০২৩ অটো এক্সপো টিকিট প্রাইজ (2023 Auto Expo Ticket Price)

২০২৩ অটো এক্সপোতে মারুতি, টাটা মোটর্স, হুন্ডাই, এমজি মোটর, কিয়া সহ একাধিক সংস্থা তাদের নতুন গাড়ি ও কনসেপ্ট পেশ করতে চলেছে। চার চাকার পাশাপাশি একাধিক নতুন মোটরসাইকেলও লঞ্চ হবে এই অটোমোটিভ শো-তে। ফলে দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। বিশেষ করে গাড়ি, বাইকপ্রেমীদের কাছে এই এক্সপো মেগা শো-তে পরিণত হতে পারে।

Exit mobile version