2023 Auto Expo-তে একঝাঁক নতুন গাড়ি লঞ্চ, আপনার কোনটা পছন্দ? রইল লিস্ট

।। প্রথম কলকাতা ।।

তিন বছরের বিরতির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের অন্যতম গাড়ি বাইকের প্রদর্শনী মেলা ২০২৩ অটো এক্সপো (2023 Auto Expo)| আগামী ১৩ ই জানুয়ারি এই অনুষ্ঠানে শুরু হবে। এই মেলায় অত্যাধুনিক প্রযুক্তি ও নিজেদের কারিগরি দক্ষতা মেলে ধরার সুযোগ পাবে দেশি বিদেশি অটোমোবাইল সংস্থাগুলি। সময়ের সাথে পা মিলিয়ে দুর্ধষ সব গাড়ি আত্মপ্রকাশ হতে চলেছে এই অটো এক্সপোতে।

তালিকায় রয়েছে মারুতি, টাটা, হুন্ডাইয়ের মতো বড় বড় নাম। এই অটো এক্সপো-তে জ্বালানি চালিত গাড়ির পাশাপশি ঝুড়ি ঝুড়ি চোখ ধাঁধানো বৈদ্যুতিক গাড়ির প্রদর্শনীও নজর কাড়বে বলে মত সংশ্লিষ্ট মহলের। চলুন একনজরে দেখে নেওয়া যাক কি কি নতুন গাড়ি আত্মপ্রকাশ হবে ২০২৩ অটো এক্সপো-তে।

Tata Avinya এবং Curvv কনসেপ্ট

বৈদ্যুতিক গাড়ির বাজার কাঁপাতে গতবছরই নতুন দুই কনসেপ্টের কথা জানিয়েছিল Tata Motors। যা হল Avinya এবং Curvv কনসেপ্ট। এর মধ্যে Tata Avinya হল সংস্থার অ্যাডভান্স জেনারেশন ৩ আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরী একটি মডেল। ভারতীয় উদীয়মান প্রযুক্তির এক প্রকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে এই গাড়িকে। গাড়িটি ২০২৫ সালে লঞ্চ করবে টাটা মোটোর্স। অন্যদিকে Curvv হল Nexon গাড়ির পরবর্তী জেনারেশন। কূপ ডিজাইনের মতো দেখতে এই SUV গাড়ি বৈদ্যুতিক ব্যাটারির সাথে আইসিই অর্থাৎ জ্বালানিবিকল্পের সাথে উপলব্ধ হবে। এই গাড়ির সেল শুরু হবে ২০২৪ সাল থেকে।

 

আরো পড়ুন: Afeela: গাড়ি চালাতে চালাতে সিনেমা-গেম! তাক লাগিয়ে দিল সনি-হোন্ডা জুটির প্রথম ইলেকট্রিক কার

 

Tata Punch EV

 

টাটা পাঞ্চ গাড়ির কথা মোটামুটি সকলেই জানেন। সংস্থার দ্বারা অফার করা অন্যতম জনপ্রিয় কম্প্যাক্ট SUV। গাড়িটির বিক্রিও দেশে বেশ দেখার মতো। এই Tata Punch গাড়িরই বৈদ্যুতিক ভার্সন আনছে সংস্থা। সূত্রের খবর, চলতি বছর উৎসব মরসুম চলাকালীন Tata Punch EV লঞ্চ করতে পারে টাটা মোটোর্স। গাড়িটির বৈশিষ্ট্যের যদি কথা বলি, তাহলে এতে Nexon EV অনুরূপ বৈশিষ্ট্যই দেখা যাবে।

Maruti Suzuki YY8 EV কনসেপ্ট

 

কথায় আছে সবুরে মেওয়া ফলে! অনেকেই বোধ করছিলো বৈদ্যুতিক গাড়ির এই প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়েছে মারুতি। কিন্তু সেই সকল ধারণাকে তুড়ি মেরে অবশেষে ইভি জমানায় প্রবেশ করছে ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা। ২০২৩ অটো এক্সপো-তে সম্পূর্ণ ইলেকট্রিক SUV কনসেপ্ট YY8 এর প্রকাশ করবে মারুতি। এর থেকেই বোঝা যাবে ভবিষতে মারুতি ইভি পরিকল্পনা কেমন। Toyota-এর সাথে জুটি বেঁধে এই মডেলটি গ্লোবাল প্রোডাক্ট হিসাবে লঞ্চ করবে মারুতি। ভারতে ২০২৫ সাল থেকে এই গাড়ির বিক্রি শুরু করতে পারে সংস্থা।

পাঁচ দরজার Maruti Jimny

বহু প্রতীক্ষিত পাঁচ দরজার Maruti Jimny গাড়ির উন্মোচন হবে এই অটো এক্সপো-তে। স্ট্যান্ডার্ড অফ রড ৪*৪ এর সুবিধা এবং অটোমেটিক ও ম্যানুয়াল গিয়ারবক্সের বিকল্প থাকবে Jimny তে। মিলবে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। গাড়িটির বিক্রিবাত্তা চলতি বছর থেকেই আরম্ভ করে দিতে পারে মারুতি সুজুকি।

 

আরো পড়ুন: 5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

 

MG City EV কনসেপ্ট

 

২০২৩ অটো এক্সপো-তে একগুচ্ছ গাড়ি তুলে ধরতে চলেছে MG Motor। যার মধ্যে অন্যতম MG City EV কনসেপ্ট। পুঁচকে সাইজের দেখতে এই বৈদ্যুতিক গাড়ির দৈর্ঘ মাত্র ২.৯ মিটার। ভারতে বিক্রি হওয়া সচেয়ে ছোট বৈদ্যুতিক গাড়ি হতে চলেছে এটি। আকারে ছোট হলেও এতে থাকবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, মিলবে কানেক্টেড কার প্রযুক্তি। জানা গিয়েছে, গাড়িটি সিঙ্গেল চার্জে রেঞ্জ দেবে ২০০-২৫০ কিলোমিটার। দামও থাকতে পারে সাধ্যের মধ্যে। ২০২৩ সালেই লঞ্চ হতে পারে MG City EV।

Hyundai Ioniq 5

 

ভারতে হুন্ডাইয়ের আসন্ন ফ্ল্যাগশিপ গাড়ি। সিঙ্গেল চার্জে যার রেঞ্জ ৬৩১ কিলোমিটার । ভারতে স্থানীয়ভাবে গাড়িটি উৎপাদন হবে বলে জানা গিয়েছে। এই রেঞ্জে উপলব্ধ অন্যান্য গাড়ির তুলনায় এটির দাম মাত্রাতিরিক্ত হবে না বলেই আশা করা হচ্ছে। গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হল এটির ৮০০ ভি সুপার চার্জিং প্রযুক্তি। যা ১০ থেকে ৮০ শতাংস চার্জ হতে মাত্র ১৮ মিনিট সময় নেয়।

Toyota Innova Hycross

 

পেট্রল হাইব্রিড ইঞ্জিনের সংমিশ্রনে তৈরি এক দুর্দান্ত মাল্টি পারপোজ ভেহিকেল (MPV) পেশ করতে চলেছে Toyota। ২০২৩ অটো এক্সপো-তে নতুন MPV মডেল Toyota Innova Hycross লঞ্চ করবে সংস্থা। গাড়িটির মাইলেজ ২৩.৩৪ কিলোমিটার। জনপ্রিয় গাড়ি Innova Crysta এর থেকে রূপে গুণে সবেতেই নাকি এগিয়ে এই Hycross, এমনটাই দাবি Toyota এর।

উপরোক্ত গাড়িগুলি ছাড়াও এই অটো এক্সপো-তে দারুন সাড়া ফেলতে পারে বৈদ্যুতিক গাড়ি BYD Seal, Kia EV9 কনসেপ্ট, আইসিই চালিত Lexus 500d, Lexus New Gen RX, Kia এর নতুন নেক্সট জেনারেশন Carnival (KA4) এবং Kia Sorento।

Exit mobile version