Pan-Aadhaar: ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ড! কিন্তু কেন ?

।। প্রথম কলকাতা ।।

Pan-Aadhaar: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ অনেক আগেই বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। কোন করদাতা যদি না করেন তাহলে ১লা এপ্রিল গুনতে হবে জরিমানা। আয়কর দপ্তর জানিয়েছে, আগামী মার্চের মধ্যে এই কাজ না করলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় বলে গণ্য হবে। আয়কর রিটার্ন তো জমা দেওয়া যাবেই না, উপরন্তু করদাতাকে বেশি হারে কর মেটাতে হবে। শুধু তাই নয় লেনদেনের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে।

টাকা ফেরত পাওয়ার থাকলে তা পাওয়া যাবে না। ত্রুটিপূর্ণ রিটার্ন জমা পড়ে থাকলে সেগুলি সংশোধনের প্রক্রিয়াও আটকে যাবে। তবে যাঁরা এখন আধার-প্যান সংযুক্তিকরণ করবেন তাদের ১০০০ টাকা জরিমানা দিতেই হবে। তাই আর দেরি নয়। এক্ষুনি করে নিন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (CBDT)-র চেয়ারপার্সন নিতিন গুপ্ত জানিয়েছেন, ৬১ কোটি প্যান কার্ড এখনও পর্যন্ত ইস্যু করা হয়েছে। যার মধ্যে ৪৮ কোটি প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করা হয়েছে।

নইলে ১লা এপ্রিল থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে হবে মুশকিল আসান। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করবেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ-

প্রথমত, আপনাকে https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটে গিয়ে ‘Quick Links’ সেকশনের ‘Link Aadhaar option’-এ ক্লিক করতে হবে।

দ্বিতীয়ত, এরপর লিখুন আধার নম্বর ও প্যান নম্বর। তারপর স্ক্রিনে লেখা নির্দেশ অনুযায়ী ১০০০ টাকার লেট ফি জমা করুন। ‘E-Pay Tax Functionality’-র মাধ্যমে।

তৃতীয়ত, লেট ফি জমা হয়ে গেলে আবার ‘Link Aadhaar option’-এ যান, সেখানে লিখুন নিজের নাম, মোবাইল নম্বর, আধার নম্বর ও প্যান নম্বর।

চতুর্থত, তথ্যগুলো সঠিক লিখেছেন কিনা তা যাচাই করুন। এরপর ‘I Agree to Validate my Aadhaar Details’ অপশনে যান। তারপর ক্লিক করুন ‘Link Aadhaar option’-এ পঞ্চমত, এরপর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি লিখে ‘Validate’-এ ক্লিক করুন। এরপর শেষ হবে সংযোগপ্রক্রিয়া।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version