Parenting: আপনার বাচ্চাও রাতে খেলনা নিয়ে ঘুমোচ্ছে! আদৌ কি তা নিরাপদ?

।। প্রথম কলকাতা ।।

Parenting : শিশুদের হাতে খেলনা একটা খুবই স্বাভাবিক জিনিস। শিশুরা নিজেদের খেলনা নিয়েই নিজেদের মতো আনন্দে মেতে থাকে। শুধুমাত্র জেগে থাকার সময়ই নয়, ঘুমের সময়ও অনেক বাচ্চা নিজের কাছে খেলনা রাখতে পছন্দ করে। তবে বাচ্চাদের খেলনা নিয়ে ঘুমানোটা আদৌ কি তাদের জন্য নিরাপদ না কি এতে কোন রকম অসুবিধার মুখে পড়তে পারে আপনার শিশু ? অভিভাবক হিসেবে এটা জানা অত্যন্ত জরুরী, আপনার শিশু ঘুমের সময় যে খেলনাটি নিয়ে ঘুমোচ্ছে সেটা আদৌ তাঁর কোন ক্ষতি করছে কিনা।

শিশু বিশেষজ্ঞরা সাধারণত বলছেন, আপনার শিশুর বয়স যদি ছয় মাস না হয় তাহলে তাকে বিছানায় খেলনা নিয়ে ঘুমোতে দেবেন না। তাঁর ঘুমের সময় বিছানাটি একেবারে পরিষ্কার রাখুন। নইলে যেকোনো সময় বড় কোন খেলনায় শিশুর শ্বাস রোধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তবে একটু বড় হলে অর্থাৎ ছয় মাসের থেকে বয়স খানিকটা বেশি হলে একটা নরম ছোট খেলনা শিশুর কাছে রাখা যেতেই পারে।

* খেলনাতে মায়ের ঘ্রাণ : শিশুদের পক্ষে মাকে চিনে নেওয়ার একটা বড় উপায় হল ঘ্রাণ। তাই আপনার শিশুর কাছে যে নরম খেলনাটি রাখবেন সেটা কিছুক্ষণ আপনার কাছেও রাখুন। তাতে সেই খেলনা থেকে শিশু তাঁর মায়ের ঘ্রাণ পাবে। আর নিশ্চিন্তে ঘুমোতে পারবে সেই খেলনাকে নিয়ে।

* স্টাফ খেলনা একেবারেই নয়: বড় বড় স্টাফ খেলনা গুলি দেখতে বেশ ভালো লাগে। কিন্তু এইগুলি থেকে ভীষণ এলার্জি হতে পারে। চিকিৎসকরাই পরামর্শ দেন শিশুদের কাছে স্টাফ খেলনা না রাখার। কারণ এই ধরনের খেলনা গুলিতে খুব সহজে ধুলো আটকে যায়। আপনার সন্তানের যদি এলার্জির সমস্যা থাকে তবে খুব ছোটবেলা থেকেই এই খেলনার জন্য আরও শারীরিক অসুস্থতা ঘিরে ধরবে তাকে।

* সস্তা খেলনায় ভরসা নয়: অনেক সময় বাজারে যেসব সস্তা খেলনা কিনতে পাওয়া যায় সেইগুলি মানে ভালো হয় না। কারন সেইগুলির ভেতরে ভালো তুলোর বদলে স্পঞ্জ, থার্মোকল এমনকি সর্ষের বীজ পর্যন্ত ভরা থাকে। যা আপনার শিশুর জন্য উপযুক্ত নাও হতে পারে। রাস্তার পাশের দোকানে বিক্রি হওয়া যে কোন খেলনা কিনে আনার আগে অবশ্যই একবার যাচাই করে নিন যে আদৌ সেটি আপনার সন্তানের জন্য ভালো কিনা।

* বড় নয়, কিনুন ছোট খেলনা : বাচ্চারা এমন খেলনা পছন্দ করে যেটা তাঁরা হাতে নিয়ে খুব সহজেই খেলতে পারবে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। নিজেদের সাইজের অথবা নিজেদের থেকে বড় খেলনা তাঁরা খুব একটা পছন্দ করেন না। তাই আপনার শিশু হাতে রেখে খেলতে পারবে এমন ছোট নরম খেলনা পছন্দ করে কিনুন তাঁর জন্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version