Fight on Flight: মাঝ আকাশেই যাত্রীদের মধ্যে হাতাহাতি, ভিডিও দেখলে হতবাক হবেন

।। প্রথম কলকাতা ।।

Fight on Flight: মাঝ আকাশে বিমানে (Flight) যাত্রীদের মধ্যে হঠাৎ বচসা বাঁধে, তা থামাতে রীতিমত নাজেহাল হলেন বিমান সেবিকারা। পাবলিক অ্যানাউন্সমেন্ট (public announcement) থেকে ‘প্লিজ স্টপ’ বললেও সেদিকে কারোর কোন ভ্রুক্ষেপ নেই। এই ঘটনায় অন্যান্য বিমান সেবিকা এবং যাত্রীরা বেশ উদ্বিগ্ন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় (social media) ঝড়ের গতিতে ভাইরাল (viral) হয়েছে সেই ভিডিও। আকাশে উড়ান চলাকালীন যাত্রীদের মধ্যে এই বচসা বাঁধে। যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

এক যাত্রী প্রথমে অপর এক যাত্রীর গায়ে হাত তোলেন। তার সঙ্গে যোগ দেয় বন্ধুরাও। কিন্তু যে ব্যক্তিকে মারধর করা হচ্ছিল তিনি কিন্তু অন্য কোন যাত্রীর গায়ে হাত তোলেননি। তিনি শুধুমাত্র উত্তেজিত যাত্রীদের মার খাওয়া থেকে নিজেকে বারংবার বাঁচানোর চেষ্টা করছিলেন। দু’জন বিমান সেবিকা বহুক্ষণ চেষ্টার পর বছর বচসা থামাতে সফল হন। সমস্যা শুরু হয়, প্রথমে কথা কাটাকাটির মধ্য দিয়ে। বিমান সেবিকা প্রথমে ঝামেলা মেটানোর চেষ্টা করলেও পারেননি। অবশেষে ঝামেলা গড়ায় হাতাহাতিতে। দৃশ্য দেখে রীতিমত হতবাক বিমানের অন্যান্য যাত্রীরা। তারা ভাবতে থাকেন ব্যাপারটা কি!

ব্যাংকক (Bangkok) থেকে আসা কলকাতাগামী থাই স্মাইল এয়ারওয়েজের ফ্লাইটে এই ঘটনাটি ঘটেছে। বিমানটি তখন আকাশে উড়ছিল মাটি থেকে প্রায় কয়েক হাজার ফুট উপরে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। বহু সমালোচক মনে করছেন, এই ভাবে বিমানে অপরাধের ঘটনা ক্রমাগত বাড়ছে। মৌখিক বিবাদ শারীরিক লড়াইয়ের রূপ নিলে বিমানে বিশৃঙ্খলা দেখা দেয়, যা একেবারেই অভিপ্রেত নয়। চলতি মাসের শুরুতেও এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে। ইস্তাম্বুল থেকে দিল্লি যাওয়ার ইন্ডিগো ফ্লাইটের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন যাত্রী এবং ফ্লাইট অ্যাটেনডেন্টের মধ্যে প্রচন্ড ঝগড়া বাঁধে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version