Space Tourism: ঘুরতে যেতে পারবেন মহাকাশে, মহাশূন্যে ঘোরাবে বিশেষ যান! কত দিনের ট্যুর? খরচ কত?

।। প্রথম কলকাতা ।।

Space Tourism: কাজের ফাঁকে একটু ফুসরত পেলেই মানুষ বেড়াতে যান সমুদ্রে কিংবা পাহাড়ে। আবার কেউ বা খোঁজেন একটু নিরিবিলি জায়গা। কিন্তু আপনি কি মহাকাশে বেড়াতে যেতে চান? ভাবছেন প্রশ্নটা একটু অদ্ভুত হয়ে গেল। এমনটা আবার হয় নাকি? সাধারণত মহাকাশে রকেটে করে বিজ্ঞানীরা যান নানান গবেষণা করতে। কিন্তু ঘুরতে কি কেউ যায়? হ্যাঁ, এমনটাই হতে চলেছে। ২০২৩ এ মহাকাশ পর্যটন হবে বড়সড় ধামাকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। কত খরচ জানেন? অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে? তবে হ্যাঁ, মোটা টাকা খরচ করতে পারলে আপনি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবেন মহাকাশে। বিচরণ করতে পারবেন মহাশূন্যে। এই স্বপ্নটা সাধারণ মানুষের বহুদিনের। এবার তা পূরণ করতে চলেছে এক বিশেষ সংস্থা। শুধুমাত্র পকেটে থাকতে হবে কোটি কোটি টাকা।

রিচার্ড ব্র্যানসনের সংস্থা ভার্জিন গ্যালাকটিক। ২০২৩ এর আগস্ট মাসে যাত্রীদের নিয়ে পাড়ি দেবে মহাকাশে। যেখানে থাকবেন তিন জন যাত্রী। তৈরি হয়ে গিয়েছে বিশেষ স্পেসশিপ। মাথা পিছু খরচ প্রায় তিন কোটি টাকারও বেশি। সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে চন্দ্রযান-৩। গোটা বিশ্বের মানুষ সেই দিকে তাকিয়ে রয়েছে। ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করবে। পাশাপাশি মানুষের মনে জোরালো হচ্ছে নতুন স্বপ্ন। অনেকেই ছুঁতে চায় মহাকাশকে। ঘুরে আসতে চায় ছায়া পথ থেকে। কিন্তু নভশ্চর না হলে এতদিন সম্ভব ছিল না। এবার সেই মুশকিল আসান করে দিয়েছে ভার্জিন গ্যালাকটিক। পর্যটকদের নিরাপত্তার সমস্ত দিক বিবেচনা করে তারা বিশাল আয়োজন করছে।

পরিকল্পনা অনুযায়ী, নিউ মেক্সিকোর স্পেস পোর্ট থেকে আগস্টের ১০ তারিখে স্থানীয় সময় সকাল আটটার দিকে তিন যাত্রীকে নিয়ে মহাকাশের উড়ে যাবে। মহাশূন্যে প্রায় ৯০ মিনিট কাটিয়ে ফিরে আসবে পৃথিবীতে, তবে এটা মহাকাশ যানের মত উৎক্ষেপণ করা হবে না। মূলত এটি লাগানো থাকবে বড় বিমানের নিচে। সেটি নিয়ে প্রায় ৪৫ হাজার ফুট উপরে উড়ে যাবে পরিবহন বিমান। সেখান থেকেই লঞ্চ করা হবে ইঞ্জিন চালিত বিশেষ পর্যটন স্পেসশিপ। তারপর সেটি বুলেটের গতিতে ছুটে যাবে পৃথিবীর বাইরে, মহাশূন্যে। এখানে যাওয়ার সুযোগ আপাতত তিনজনের, কিন্তু আবেদন জমা দিয়েছেন প্রায় ৮০০ জনের বেশি। তাদের মধ্যে থেকে এটি কোন তিন জন লাকি হবেন, সেই নিয়ে তালিকাও তৈরি করা হবে। এক এক জনের ভারতীয় মুদ্রায় খরচ করবে প্রায় ৩.৭০ কোটি টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version