।। প্রথম কলকাতা ।।
SBI CBO Admit Card 2022: এসবিআই সিবিও পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। সিবিও অর্থাৎ সার্কেল বেসড অফিসার পরীক্ষার প্রার্থীরা বহুদিন ধরেই অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করছিলেন। আপনি যদি পরীক্ষার্থী হন তাহলে খুব সহজেই এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনাকে ডাকা হবে পরবর্তী ধাপে। এসবিআই সিবিও-এর প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে ডিসেম্বরের ৪ তারিখে। এসবিআই বিভিন্ন শাখার অধীনে ১৪২২ জনকে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করবে। এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ রয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই আপনার হাতে অ্যাডমিট কার্ড থাকতে হবে।
প্রার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in-এর মাধ্যমে এসবিআই সিবিও অ্যাডমিট কার্ড ২০২২ ডাউনলোড করতে পারেন। নীচে উল্লিখিত সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন।
•প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in-এ যান।
•সার্কেল ভিত্তিক কর্মকর্তাদের নিয়োগের (বিজ্ঞাপন নম্বর: CRPD/CBO/2022-23/22) অধীনে ‘অনলাইন প্রাথমিক পরীক্ষার কল লেটার ডাউনলোড করুন’ অপশনে ক্লিক করুন।
•প্রয়োজনীয় লগইন শংসাপত্রগুলি লিখুন যেমন নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ।
•সঠিক তথ্য দিয়ে এন্টার করলে আপনার এসবিআই সিবিও অ্যাডমিট কার্ড ২০২২ স্ক্রিনে প্রদর্শিত হবে।
•অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিয়ে নেবেন।
এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য পুনরায় ডাকা হবে। এসবিআই কয়েক ধাপ পরীক্ষার মাধ্যমে ১৪২২ সার্কেল ভিত্তিক অফিসার (CBO) পদ পূরণ করবে। নিয়োগ প্রক্রিয়া ৩টি ধাপের উপর ভিত্তি করে যথা – অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং এবং ইন্টারভিউ। মূল বেতন ৩৬ হাজার টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম