।। প্রথম কলকাতা ।।
Baba Balaknath: বিজেপিতে যোগীর পার্ট-২ চেনেন এনাকে? রাজস্থানের মুখ্যমন্ত্রীর দৌড়ে বাকীদের পিছনে ফেলছেন বাবা বালকনাথ। যোগীর মতই কি রাজনীতিতে উত্থান তাঁরও? যোগীর মতই মেজাজ? মাত্র সাড়ে ছয় বছরেই ঘরছাড়া বালকনাথ, মোদীর ফেভারিট। কংগ্রেসের থেকে রাজস্থান ছিনিয়ে নিয়েছে বিজেপি কিন্তু এবার বিজেপির কে হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী? উত্তরপ্রদেশে যোগী হলে রাজস্থানের বালকনাথ কেন নয়? কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজপুত নেতা গজেন্দ্র সিংহ শেখাবত কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল রাজস্থান বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ পুনিয়া বিজেপি সাংসদ সিপি জোশী, অলিম্পিক্স পদকজয়ী বিজেপির লোকসভা সাংসদ রাজ্যবর্ধন রাঠৌর নাকি এই সাদামাটা অথচ জনপ্রিয় সন্ন্যাসী বালকনাথ? কে রয়েছেন এগিয়ে মুখ্যমন্ত্রীর এই পদের জন্য।
বিশেষজ্ঞরা বলছেন রাজস্থানের রাজনীতিতে বাবা বালকনাথের আগমন হঠাৎ করে, কিন্তু সেই আগমন এখন অস্বীকার করা যাচ্ছে না। অনেকেই তাঁকে তুলনা করছেন যোগীর সঙ্গে। কে এই বালকনাথ? হঠাৎ রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রীর পদের দাবিদার কেন মনে করা হচ্ছে তাঁকে? বাবা বালকনাথ আদতে হরিয়ানার বাসিন্দা। ১৯৮২ সালের ১৬ এপ্রিল হরিয়ানার কোহরানা গ্রামে জন্মেছিলেন। এক যাদব পরিবারের ছেলে তিনি। তাঁর কর্মস্থল হরিয়ানা নয় রাজস্থান। রাজস্থানের মেওয়াত অঞ্চলে রাজনীতি করেন এই বাবা। এই এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হিন্দুত্ববাদী কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ চরিত্র বাবা বালকনাথ। ছেলেবেলা কেটেছে অতি দারিদ্রে। বাবা সুভাষ ছিলেন কৃষক, তবে সুভাষ ছিলেন নীমরানার বাবা খেতনাথ আশ্রমের সেবাইত ছিলেন। বাবা খেতনাথের সেবায় তাই বালকনাথও অনেক সময় ওই আশ্রমে কাটাতেন।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সঙ্গে তার বিস্তর মিল যোগী যেমন উত্তরপ্রদেশে হিন্দুত্বের পোস্টার বয় বালকনাথ রাজস্থানের। রাজনীতির বাইরে বাবা বলকনাথ নাথ সম্প্রদায়ের অষ্টম প্রধান মোহান্ত। মোহন্ত চাঁদনাথ তাঁকে তাঁর উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। এবার রাজনীতিতে জড়িয়ে পড়ার কাহিনী জানুন। রাজস্থানের তিজারায় বালকনাথের বিপক্ষে কংগ্রেস দাঁড় করিয়েছিল ইমরান খানকে। ইমরান স্থানীয় হলেও সেই অর্থে তিজারার ভোটের বালকনাথ ছিলেন ‘বহিরাগত’ কিন্তু সেই যোগীর ঝড়ে ইমরান উড়ে গিয়েছেন খড়কুটোর মতো। বাবা বালকনাথ তাঁকে ৬,১৭৩ ভোটে পরাজিত করেন। এমনটা নয় যে তিনি এই প্রথম ভোটে লড়ছেন। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তিনি সাংসদ পদে ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি আলওয়ার থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সেই সময় তিনি পরাজিত করেছিলেন কংগ্রেসের ভানওয়ার জিতেন্দ্র সিংকে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উত্তরপ্রদেশেও যোগী আদিত্যনাথকে আগে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করেনি বিজেপি রাজস্থানে বাকিদের থেকে দৌড়ে দু’টি জায়গায় এগিয়ে বালকনাথ প্রথমত, বিজেপির ‘যোগী’ মডেল উত্তরপ্রদেশে সফল হয়েছে। দ্বিতীয়ত, সন্ন্যাসী হওয়ায় তিনি সংসার ধর্ম গ্রহণ করেননি। ফলে পরিবার বলতে যা বোঝায়, তা তাঁর নেই। ফলে নিজের পুরো সময়টাই প্রশাসনে দিতে পারবেন বালকনাথ। এবার দেখার মোদী-শাহ-নাড্ডা শেষপর্যন্ত কী সিদ্ধান্ত নেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম