Mamata in Dubai: বাড়বে কর্ম সংস্থান! নিউটাউনে বিশ্বমানের মল খুলবে লুলু, সুখবর মুখ্যমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Mamata in Dubai: কলকাতায় বড় বিনিয়োগের পথে লুলু গ্রুপ। নিউটাউনে বিশ্বমানের শপিংমল তৈরি করবে লুলু। এ রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী দুবাইয়ের এই বহুজাতিক সংস্থা।মাছ মাংস প্রক্রিয়াকরণ সহ নানা খাতে বিনিয়োগ করতে পারে লুলু গ্রুপ। দুবাই থেকে রাজ্যবাসীর জন্য এই সুসংবাদ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে লুলু?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বিদেশ সফরে স্পেন থেকে মুখ্যমন্ত্রী উড়ে গেছেন দুবাই। এবার দুবাই থেকেই বাংলার জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা লুলুর সাথে শুক্রবার একান্ত বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠকের আগে মুখ্যমন্ত্রী বৈঠক করেন লুলু গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সাথে। জানা গেছে মুখ্যমন্ত্রী ও আশরাফ আলির বৈঠক ইতিবাচক হয়েছে। রাজ্যে বিনিয়োগের সম্ভাবনাসহ একাধিক বিষয় নিয়ে নিয়ে দু পক্ষের আলোচনা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে মুখ্যমন্ত্রী এই বৈঠকের কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর কথায় শুক্রবারের বৈঠক বাংলার জন্য অত্যন্ত আশাপ্রদ। বৈঠকে আলোচিত বিষয়ের ব্যাপারে মুখ্যমন্ত্রী আভাস দিয়েছেন তাঁর এক্স প্ল্যাটফর্মে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লুলু গোষ্ঠী কলকাতার নিউ টাউনে গড়ে তুলবে বিশ্বমানের শপিংমল। ‘বিশ্ব বাংলা’র আলাদা কাউন্টার খোলা হতে পারে লুলু গোষ্ঠীর বিভিন্ন দেশের শপিংমলগুলিতে। এই কাউন্টারগুলিতে বিক্রি হবে শুধুমাত্র ‘বিশ্ব বাংলা’র পণ্য। পশ্চিমবঙ্গ থেকে লুলু গোষ্ঠী তাদের সমস্ত বিপণির জন্য ফল ও সবজি কিনতে পারবে।এছাড়াও এই সংস্থা বাংলায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করতে আগ্রহী। ভবিষ্যতে বাংলায় লুলু গোষ্ঠী মৎস্য-মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি, ডেয়ারি শিল্পে বিনিয়োগ করতে পারে। এক্স প্ল্যাটফর্মে মুখ্যমন্ত্রী জানান,তিনি ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে লুলু গোষ্ঠীকে আমন্ত্রণ জানিয়েছেন। আবু ধাবিতে রয়েছে সংস্থার প্রধান কেন্দ্র।

কেরলের ত্রিশূলের ভূমিপুত্র লুলু গোষ্ঠীর কর্ণধার ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের। তাঁর কাকা এমকে আবদ্দুলাহ প্রতিষ্ঠা করেন লুলু। লুলু গোষ্ঠীর মোট ২৩৪টি বিপণি রয়েছে। সেগুলি রয়েছে আরব আমিরশাহি, ভারত, সৌদি আরব, কুয়েত, বাহরিনে। ওমান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও রয়েছে লুলুর বিপণি। লখনৌয়ে লুলু গোষ্ঠীর তৈরি শপিংমল বর্তমানে দেশের বৃহত্তম শপিংমল। ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিনিয়োগ রয়েছে তাদের। তবে এই প্রথম বাংলায় বিনিয়োগ করার পথে লুলু গ্রুপ। একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী দু তিন বছরের মধ্যে এ দেশে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে লুলু গ্রুপ। তাতে পঞ্চাশ হাজার চাকরি তৈরি করতে পারে।

সম্প্রতি হায়দারাবাদে একটি মলও উদ্বোধন করেছে লুলু গ্রুপ। কোচিতেও একটি শপিং মল রয়েছে এই গ্রুপের।নিউটাউনে তারা শপিংমল তৈরি করলে অনেকের কর্মসংস্থান হবে। তাদের বিনিয়োগে মৎস্য-মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি, ডেয়ারি শিল্পের অগ্রগতি ঘটতে পারে অনেকটাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version