Weather Update Today: ‘শীত কি আর পড়ল না?’ প্রশ্নের উত্তর দিল হাওয়া অফিস, জানুন আপডেট

।। প্ৰথম কলকাতা ।।

Weather Update Today: ‘শীত কি আর পড়ল না?’ ঠিক এই প্রশ্নটাই যেন এখন ঘুরছে সকলের মুখে মুখে। কিন্তু শীতের মরশুমে এই তাপমাত্রা বাড়ার কারণটা ঠিক কী? হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে দেখা মিলছে না উত্তরে হাওয়ার। সেই জায়গায় ঢুকছে পূবালি হাওয়া, সঙ্গে আসছে বহু জলীয় বাষ্প। ফলে বাড়ছে তাপমাত্রা।আগামী কয়েকদিন আবহাওয়া একইরকম থাকবে। চলতি সপ্তাহে আর তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই এবছরে আর জাঁকিয়ে পড়া শীতের দেখা না মেলার সম্ভাবনা বেশি। এই জলীয় বাষ্পের প্রভাব থাকবে আগামী ৩-৪ দিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার জেরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত ১৬-১৭ ডিগ্রিতেই ঘোরাফেরা করবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ১৩-১৪ ডিগ্রির আশপাশে থাকবে জেলার তাপমাত্রা। খুব একটা ঠান্ডা পড়ার আশা নেই।

প্রসঙ্গত, বড়দিনে শীতের দেখা মেলেনি। ফলে শীতের মরসুমে শীতপ্রেমীদের স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ারই কথা। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই। এখনই শীত ফেরার সম্ভাবনা কম। শহরে সকালের দিকে কুয়াশা ছিল, তবে পরে আকাশ পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে। তবে তাপমাত্রার পতন শুরু হতে পারে নতুন বছরেই। আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। নতুন বছরের জানুয়ারির ২ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। একলাফে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে মঙ্গলবারের পর।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজকেও স্বাভাবিকের ওপরে। সম্ভাবনা নেই এ বছর আর শীতের ফেরার, তা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাহলে কি, নতুন বছরের শুরুতে ফিরবে শীত? প্রশ্ন উঠলেও আপাতত উত্তর অধরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version