Indian Navy: ‘নৌসেনার সমস্ত বিভাগে মহিলাদের নিয়োগ করা হবে’, ঘোষণা সেনাপ্রধানের

।। প্রথম কলকাতা ।।

Indian Navy: অগ্নিপথ প্রকল্পের অধীনে ৩৪১ জন মহিলা যোগ দিয়েছেন ভারতীয় নৌ-সেনায়। এমনটাই ঘোষণা করেছেন নৌ-সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেনাপ্রধানের কথায়, অগ্নিপথ প্রকল্পের দরুন নিয়োগের প্রথম ব্যাচে ৩৪১ জন মহিলা এগিয়ে এসেছেন। পরবর্তীতে এই সংখ্যা বাড়বে বলে আশা করা যায়।

শনিবার সাংবাদিক সম্মেলনে নৌ সেনাপ্রধান জানিয়েছেন, ৩ হাজারের কাছাকাছি অগ্নিবীর নিয়োগ করা হয়েছে প্রথম পর্যায়ে। যাদের মধ্যে মহিলার সংখ্যা ৩৪১। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা যায়। এটা আমাদের কাছে অত্যন্ত যুগান্তকারী একটি ঘটনা। এত বছরে মহিলা আধিকারিক নিয়োগ হয়েছে, কিন্তু এই প্রথম মহিলা নাবিকদের দেখা মিলবে। পাশাপাশি এদিন সাংবাদিকদের আর হরি জানিয়েছেন, ‘বর্তমানে ৭-৮টি জায়গায় মহিলাদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। তবে আগামী বছর অফিসার সহ সমস্ত বিভাগ খুলে দেওয়া হবে মহিলাদের জন্য’। আজ, নৌসেনা দিবস উপলক্ষে এর থেকে ভালো খবর আর হতে পারে না।

রিপোর্ট অনুযায়ী, আগেই বলা হয়েছিল, অগ্নিবীরদের মধ্যে দশ শতাংশ মহিলাদের নিয়োগ করা হবে। আর সেভাবেই তা করা হয়েছে।অর্ডিন্যান্স ইলেকট্রিক্যাল নেভাল এয়ার মেকানিক্স, অপারেশনস এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার-এ মহিলাদের নিয়োগ করা হয়েছে। নিয়োগ হয়েছে নৌবাহিনীতেও। উল্লেখ্য, গত অক্টোবরে বায়ু সেনাপ্রধান জানিয়েছিলেন, ‘আগামী বছর থেকে বায়ু সেনায় মহিলাদের নিয়োগ শুরু হবে’। জোর দিয়েছিলেন আত্মনির্ভরতার উপরে। এবার নৌসেনায় এত পরিমাণ মহিলার যোগদান অবাক করেছে সকলকেই। তাই এবার পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version