।। প্রথম কলকাতা ।।
Weather update: গত তিনদিন ধরে বৃদ্ধি পেয়েছে শহরের তাপমাত্রা। কিছুটা হলেও ফিকে হয়েছে শীতের আমেজ। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টার মধ্যে ফের পারদ পতন হবে কলকাতায়। একই পরিস্থিতি হবে জেলায় জেলায়।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিবার সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। মঙ্গলবার থেকে ধীরে ধীরে পারদ পতনের সম্ভাবনা শহরে।
সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশা দেখা যাচ্ছে। শিশিরও পড়তে দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা অনেকটা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আগামী ১৫ই ডিসেম্বর এর আগে বঙ্গে শীত থিতু হওয়ার কোনো সম্ভাবনা নেই। নভেম্বরে পারদ পতন অব্যাহত থাকলেও জাকিয়ে শীতের অপেক্ষা করতেই হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে মঙ্গলবার থেকে রাজ্যে রাতের তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের সমতলে আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব একটা হের ফের হবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনাও নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম