Weather update: বিদায়ের পথে শীত, ফেব্রুয়ারিতেই কলকাতায় গলদঘর্ম পরিস্থিতি

।। প্রথম কলকাতা ।।

Weather update: বঙ্গে শীতের বিদায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। আবার অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা উঠানামা করবে।

সকাল এবং সন্ধ্যা শীতের আমেজ কমবে। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৫ শতাংশ।

এ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog) সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতেও। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়।

অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন শুষ্ক (Dry) আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। হাওয়া অফিস জানাচ্ছে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে বাংলায়।বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা স্থিতিশীল থাকবে। শনিবার এবং রবিবার আবারও বাড়বে তাপমাত্রা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version