।। প্রথম কলকাতা।।
Hair Spray : শীতকাল আসতেই স্নানের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয় বেশিরভাগ মানুষের। শীতকালে ঠান্ডা জলে স্নান করা যেন চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় । আবার গরম জলে স্নান করলে ওটা চুলের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই দুইয়ের সাঁড়াশি চাপে চিঁড়ে চ্যাপ্টা হয় অধিকাংশ মানুষই । সপ্তাহে অনেক কষ্টে দুবার শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করা হয় । কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শীতকালে সপ্তাহে মাত্র দুবার শ্যাম্পু কন্ডিশনার চুলের যত্নে যথেষ্ট নয় । এছাড়াও রয়েছে হেয়ার মাস্ক। হট ওয়েল ম্যাসাজ প্রকৃতি । এর জন্য বলতে গেলে প্রায় প্রতিদিনই মাথায় জল দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
শীতের মরশুমে আমাদের চুল অনেক বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় । তার উপরে দূষণ তো রয়েছেই । একদিন চুলে জল না দিলেই যেন চুল তেলতেলে হয়ে যায়। এর ফলে দেখতে লাগে নিস্তেজ। তাই শীতকালে সঠিক মত চুলের যত্ন নিতে গেলে বিশেষ কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। প্রতি একদিন অন্তর শ্যাম্পু কন্ডিশনার করা খুবই প্রয়োজন। এছাড়াও হট ওয়েল ম্যাসাজ মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে। ব্যবহার করুন হেয়ার মাস্ক। আর তারপর ঠান্ডা জলে চুল ধোয়ার প্রয়োজন নেই। হালকা গরম জলে চুল ধুয়ে নিন মনে রাখবেন জল যেন খুব গরম না হয় । এতে চুলের ক্ষতি হতে পারে।
আর এত কিছুর পরে চুলকে বাউন্সি এবং ঘন করে তোলার জন্য অবশ্যই ব্যবহার করুন হেয়ার স্প্রে । তবে আপনি যদি বাজার চলতি হেয়ার স্প্রের উপর ভরসা করতে চান সেক্ষেত্রে তা খুব একটা ভরসাযোগ্য নয়। তাই বাজার চলতি হেয়ার স্প্রে এড়িয়ে চলাই ভালো। তার বদলে বাড়িতে সহজ কয়েকটি পদ্ধতি মেনে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিন হেয়ার স্প্রে । এতে আপনার চুল থাকবে স্বাস্থ্যবান।
* মেথির হেয়ার স্প্রে : চুলের যত্নের জন্য মেথির ব্যবহার বহু যুগ ধরেই হয়ে আসছে । তাই মেথি দিয়ে একটি হেয়ার স্প্রে তৈরি করে নিলে তা আপনার চুলকে পুষ্টি জোগাবে । কারণ মেথি দানার মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন সি। যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ উপকারী । মেথির হেয়ার স্প্রে তৈরি করার জন্য সারা রাত দু চামচ মেথি দানা জলে ভিজিয়ে রাখুন। আর তারপর সকালে সেই জল ছেঁকে নিয়ে বোতলে রাখুন, চুলে স্প্রে করে নিন। মিনিট কুড়ি মত রাখুন শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন । এই স্প্রে প্রতি সপ্তাহের অন্তত দুবার ব্যবহার করলেই যথেষ্ট।
* গোলাপ জলের হেয়ার স্প্রে : এই হেয়ার স্প্রেটি তৈরি করার জন্য এক কাপ গোলাপজল নিয়ে নিন। আর তার মধ্যে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন পাঁচফোঁটা মত । মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে তারপর একটি স্প্রে বোতলের মধ্যে ভরে রাখুন। একদিন অন্তর অন্তর ঘুমোতে যাওয়ার আগে চুলে হালকা স্প্রে করে নিন এই মিশ্রণ । গোলাপ জলের হেয়ার স্প্রে এক দিকে চুলে জট ছাড়াতে সাহায্য করবে । অন্যদিকে খুশকির সমস্যাও দূর করতে সাহায্য করবে । এছাড়াও এই ধরনের হেয়ার স্প্রে চুলের রুক্ষতা দূর করতে দারুণ উপকারী।
বাজার চলতি হেয়ার স্প্রে তে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো থাকে। যা আপনার চুলের ক্ষতি করতে পারে। তাই বাড়িতে তৈরি হেয়ার স্প্রে চুলকে অন্ততপক্ষে ক্ষতি করবে না । তবে এই ধরনের হেয়ার স্প্রে গুলি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হওয়ায় ফল মিলতে কিছুটা দেরি হতে পারে। কিন্তু এই ধরনের হেয়ার স্প্রে একেবারেই নিরাপদ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম