Weather update: রাজ্য থেকে পাততারি গোটাচ্ছে শীত, নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই

।। প্রথম কলকাতা ।।

Weather update: ঠান্ডার মরশুম ধীরে ধীরে বিদায় নিচ্ছে। বেশ কিছু জেলায় বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। জেলাগুলিতে রাত এবং ভোরের দিকে শীতের আমেজ থাকবে কিন্তু ঠান্ডা নতুন করে পড়বে না। বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই।

বুধবার থেকে ক্রমশই বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা। গত প্রায় এক দুই সপ্তাহ ধরেই ক্ষণে ক্ষণে ভোলবদল হয়েছে আবহাওয়ার। এই গরম তো এই ঠান্ডা। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত।

ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হচ্ছে। এবার তা আরো বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে জেলাগুলিতে কুয়াশার (Fog) প্রভাব থাকবে আরো দুদিন। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে জেলার বেশ কিছু অংশে। যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বা কুয়াশার কোনো সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে প্রায় প্রতিটি জেলায়। দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে। পরবর্তী তিন চার দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version