Weather Update Today: জোরসে কামড় বসিয়েছে শীত, জানুন বঙ্গের আবহাওয়ার আপডেট

।। প্রথম কলকাতা।।

 

Weather Update Today: হু হু করে পারদ নামতে শুরু করেছে। নিম্নচাপের মেঘ সরতে না সরতেই ভোল বদলে গিয়েছে আবহাওয়ার। এবছর উত্তরের জেলাগুলিকে শীতে কড়া টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী কয়েকদিন আরও জাঁকিয়ে শীত পড়বে রাজ্যের পশ্চিমের জেলা গুলিতেও বলছে হাওয়া অফিস । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির নীচে। কলকাতায় ১৩ ডিগ্রি হলেও জেলায় জেলায় ইতিমধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে তাপমাত্রা আগামী ২০ ডিসেম্বর থেকে আরও কমবে। আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় কার্যত পরিষ্কার থাকবে আকাশ। জোরসে কামড় বসিয়েছে শীত। এখনও পর্যন্ত গতকাল এই মরসুমে শীতলতম ছিল কলকাতা । পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কমেছে। ডিসেম্বর পড়তেই শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, অবাধে উত্তরের হাওয়া প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কমতে পারে তাপমাত্রা। তবে বিশেষ কোনও হেরফের হবে না। কুয়াশা থাকতে পারে হালকা থেকে মাঝারি । ১০ ডিগ্রি নিচে পর্যন্ত নামতে পারে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা । যার ফলে হাড় কাঁপুনি শীত থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version