Weather update: সরস্বতী পুজোর আগেই উধাও শীত, কলকাতার কী অবস্থা ?

।। প্রথম কলকাতা ।।

Weather update: সরস্বতীর পুজোর আগে উধাও হয়ে গেল শীত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া। তবে চলতি সপ্তাহে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

আগামী চার-পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আগামী তিনদিন আবহাওয়ার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর থেকে পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। যদিও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বৃষ্টি (Rain)ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি যাবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৫ শতাংশ ৯৪ শতাংশ থাকবে। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো (Dry) থাকবে। আগামীকাল পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version