Ubtan for Skin: উবটানের এত চাহিদা কেন ? ঘরোয়া উবটানে আপনিও হয়ে উঠুন অপরূপা

।। প্রথম কলকাতা ।।

Ubtan for Skin: ইদানিং উবটান এত কেন বেছে নিচ্ছেন মেয়েরা? ত্বকের জন্য উবটান ঠিক কতটা উপকারী? সান ট্যান দূর করা থেকে শুরু করে উজ্জ্বল, টান টান ত্বক পেতে উবটানের বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা। তবে বাজারে বিক্রি হওয়া উবটানের দাম একটু বেশি। তবে সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন উবটান। কেনার প্রয়োজন পড়বে না। আর ঘরোয়া জিনিস মানেই তার কোন সাইডএফেক্টরও ভয় নেই। ঘরোয়া এই উবটান ত্বকের জন্য দারুন উপকারী। উজ্জ্বল ত্বক থেকে সময় লাগবে না। কিভাবে বানবেন আর কিভাবেই এটাকে ব্যবহার করবেন?

ঘরোয়া উপায়ে ত্বক যত্ন নেওয়ার ক্ষেত্রে উবটান সবচেয়ে বেশ জনপ্রিয় ও কার্যকরী। উবটান মাখলে সহজেই হাইপারপিগমেন্টেশনের সমস্যা দূর করা যায়। হাইপারপিগমেন্টেশন বা ত্বকের উপর থাকা দাগছোপ ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। ত্বকের যে কোনও দাগছোপ দূর করতে ভীষণ কার্যকর উবটান। ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে উবটান। উবটান মুখ থেকে সমস্ত মরা কোষ দূর করে দেয়। উবটান মুখে নতুন কোষ গঠনে সাহায্য করে। যা আপনাকে এনে দেয় প্রাকৃতিক জেল্লা। মুখে উবটান মাখলে ত্বকে সতেজতা আসে। নিয়মিত উবটান মাখলে ত্বক নরম ও কোমল হয়ে ওঠে। কিন্তু এই উবটান বাড়িতে কীভাবে বানাবেন, জানেন? সেই টিপস রইল আপনাদের জন্য।

আপনার ত্বক তৈলাক্ত হোক বা সংবেদনশীল, উবটান সবধরনের ত্বকের জন্য উপযুক্ত। তাছাড়া উবটানের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই আপনার যেমনই ত্বক হোক আপনি উবটান মাখতে পারেন। উবটান তৈরি করতে আপনি বেসন, হলুদ, দুধ, জাফরনের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। জাফরান এক টেবিল চামচ হালকা গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্যবহার করবেন। আপনার পছন্দমতো উপাদান দিয়ে আপনি উবটান বানাতে পারেন। কিন্তু তাতে হলুদ থাকতেই হবে। ১ চামচ বেসনের সঙ্গে ১ চিমটে হলুদ, জাফরন মেশানো দুধ ও ১ চামচ টক দই মিশিয়ে নিন। উবটান ব্যবহারে কোনও জল ব্যবহার করবেন না। প্রয়োজন মেশাতে পারেন গোলাপ জল।

এই প্যাক ব্যবহারের আগে মুখমণ্ডল, গলা, ঘাড় ভালো করে পরিস্কার করে নেবেন। এরপর প্যাকটি মুখে লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন৷ এরপর সেটি রেখে দিন ১৫-২০মিনিট৷ উবটান হালকা শুকিয়ে এলেই শুকনো হাতে ধীরে ধীরে আবার ম্যাসাজ করুন৷ এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন৷ এরপর ঠান্ডা জলে মুখ অবশ্যই ধোবেন ৷ নাহলে ত্বকের কোষগুলি খোলা থেকে যাবে ৷ ট্যাপ করে মুখ মুছে নিন টাওয়ালে৷ হালকা কোনও ময়শ্চরাইজিং ক্রিম লাগিয়ে নিন ।সপ্তাহে একদিন আপনি মুখে উবটান ব্যবহার করতে পারেন। এতেই দারুন কাজ দেবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version