Interesting Fact: লাল কাপড়ে কেন মোড়া হয় লেপের তুলো ? রক্তাভ রঙের আসল কাহিনী জানুন

।। প্রথম কলকাতা ।।

Interesting Fact: শীত থেকে রেহাই পেতে এখন বাজারে কত রকমের কম্বল, গরম চাদর পাওয়া যায়। এছাড়াও আধুনিক প্রযুক্তির হিটার মোটা মোটা লেপের চাহিদা প্রায় কমিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও বাঙালি হল শীতকাতুরে প্রাণী। তাই তাদের হৃদয়ে লেপের স্থান সবসময়ই একেবারে শীর্ষে। শীতের প্রথম দিকে যদিও বা অন্যভাবে শীত কাটানোর উপায় খুঁজে নেওয়া যায় কিন্তু হাড় কাঁপানো শীতে বাঙালির মন একটু ‘লেপ লেপ’ করবেই।

প্রত্যেকের বাড়িতেই তখন একেবারে প্যাক করে মুড়ে রাখা লাল লেপ নামানো হয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি লেপের যে তুলোগুলি রয়েছে সেগুলিকে কেন শুধুমাত্র লাল কাপড়ে মোড়া হয় ? কখনও কি নীল, হলুদ, কালো, গোলাপি এই রঙের লেপ দেখেছেন ? ছোট থেকেই আমরা লাল রঙের লেপ শীতের দুপুরে উঠোনে কিংবা ছাদে গরম হতে দেখেছি। কিন্তু কখনই এই লাল রঙের পেছনে আসল কারণ কী তা জানার কৌতুহল হয়তো অনেকের সৃষ্টি হয়নি।

এই লাল লেপের পেছনে রয়েছে ইতিহাস। বিহার ও উড়িষ্যার নবাব তখন মুর্শিদকুলি খান। সেই সময় মুর্শিদাবাদে লম্বা কার্পাস তুলো চাষ করা হতো। সেই তুলো লাল মখমলের কাপড়ের মুড়ে সেলাই করে তৈরি করা হতো লেপ। যাতে সুন্দর গন্ধ পাওয়া যায় তার জন্য কিছুটা সুগন্ধি ছিটিয়ে দেওয়া হতো তুলোর মধ্যে। কিন্তু নবাবদের জন্য মখমল ও সিল্কের দাম সাধারণ হলেও সাধারণ মানুষের জন্য তা ছিল আকাশ ছোঁয়া। তাই তাদের জন্য লাল কাপড়ই ভরসা।

এরপর থেকে লাল কাপড় দিয়ে লেপ বানানোর প্রচলন শুরু হয়। অনেক ধুনুরিদের মধ্যে এই নিয়ে কিছু গল্প প্রচলিত রয়েছে। কিন্তু বর্তমানে নানা মুনির নানা মত। অনেকেই মনে করেন লেপ যেহেতু ধোয়া যাবে না, তার জন্য গাঢ় লাল রঙের কাপড় ব্যবহার করা হয়। এই গাঢ় রঙের কাপড়ে ময়লা কম দেখতে পাওয়া যায়। আবার অনেকের মতে এই লাল কাপড় দিয়ে লেপ তৈরি করার পেছনে কোন ইতিহাস ঐতিহ্য কিংবা প্রচলিত কল্পনা নয় বরং রয়েছে ব্যবসার টেকনিক।

দূর থেকে লাল রঙ আপনার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। তাই লাল রঙয়ের কাপড়ে মুড়ে রাখা হয় শীতের লেপ। যাতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা যায় সহজেই। লাল লেপের কারণ যাই হোক না কেন হেমন্ত পেরিয়ে যখন শীতের দিকে পা বাড়ায় আবহাওয়া তখন লেপ ছাড়া অন্য কিছুর কথা কিন্তু খুব একটা মনে আসে না। তা অস্বীকার করতে পারবেন না বেশিরভাগ বাঙালিই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version