China India: POK নিয়ে কেন ঘুম উড়ছে চিনের? দিল্লির নয়া স্ট্রাটেজিতে বাজিমাত, লম্ফঝম্ফ পাকিস্তানে

।। প্রথম কলকাতা ।।

China India: POK নিয়ে চরম আতঙ্কে রয়েছে চিন! ভারত স্ট্র্যাটেজিতে কেন ঘুম উড়ছে বেজিংয়ের চিন পাকিস্তানকে টাকা দেওয়ার বদলে কী উসুল করে নিচ্ছে? প্রতি মূহুর্তে উস্কানি পাকিস্তান নিজেও জানে না কতবড় বিপত্তি ডাকছে তারা। গাড্ডায় পড়েছে পাকিস্তান সেখানে বাড়ি বয়ে টাকা গিয়ে যাচ্ছে বেজিং। এমন বন্ধুত্ব কি আজকালকার যুগে সম্ভব?
জিওপলিটিক্সে তো কোনওভাবেই সম্ভব নয় চিনই কি আমেরিকার বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কাচ্ছে পাকিস্তানকে? বিদেশমন্ত্রী জয়শঙ্কারের হুঙ্কারে ইসলামাবাদের তাবড় তাবড় নেতার ঘুম উড়ে গেল চিনে ঋণ নয় কৌশলের ফাঁদে পা দিয়ে শনি ডাকল ইসলামাবাদ। POk মধ্যে চিন এমন কি তৈরি করে রেখেছে৷ যে তাদেরও ঘুম উড়ছে ভারতের হুঙ্কার শুনে৷ রাজনাথ সিং তো বলেই দিয়েছে POK আসলে ভারতেরই অংশ ছিল, আছে, থাকবে। শুনুন আজকের খবর সামরিক শক্তির নয় কূটনৈতিক চালের৷ কীভাবে এক ঢিল পাকিস্তানে ভারত ও আমেরিকা দুই পাখি মারার চেষ্টা করছে বেজিং৷

ইসলামাবাদের চিনের প্রতি অন্ধবিশ্বাস আরও বড় বিপত্তি ডাকছে তাদের দেশে। এর এফেক্ট ভারতে পড়লে সাবধান হয়ে যাক এখন থেকেই পাকিস্তান সতর্ক করে দিলেন আরও একবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিনে বাণিজ্য আর রাতে সন্ত্রাসবাদ পাকিস্তানের মুখোশ খুলে দিলেন জয়শঙ্কর। রিপোর্ট বলছে, LOC লাগোয়া পিওকে তে বাঙ্কার বানাচ্ছে পাকিস্তান সেটা আবার চিনের অর্থসাহায্য উপগ্রহ চিত্র ও গোয়েন্দা সূত্র দাবি করছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ধাঁচেই পরিকাঠামো তৈরি হচ্ছে ভারত পাক নিয়ন্ত্রণ রেখায়। পাক অধিকৃত কাশ্মীরের কেল গ্রাম থেকে ১২ কিমি দক্ষিণ পূর্বে ফুল্লাওয়াই নামে একটি জায়গায় পাক সেনার ক্যাম্পে নাকি দেখা গিয়েছে লালফৌজের জওয়ানদের। তৈরি করা হচ্ছে অল ওয়েদার রোড (মানে সবওয়েদেরে খাপ খাওয়ানোর মতো রাস্তা) এখানেই শেষ নয় উপগ্রহ চিত্র ঘেঁটে ভারতের ইন্টালিজেন্স দেখেছে POKর নিয়ন্ত্রণ রেখা ঘেষে সারি সারি SH15 কামান দাঁড় করিয়েছে পাক সেনা
আর এই কাজেই তাদেরকে কোমর বেঁধে সাহায্য করছে পিপলস লিবারেশন আর্মি।

SH15 নিয়ে কটা কথা জেনে রাখুন SH15 ১৫৫ মিমি ট্রাক মাউন্টেড হাউত্জার কামান একে ‘শ্যুট অ্যান্ড স্কুট’ আর্টিলারি অস্ত্রও বলা হয়। এর সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ ৫৩ কিলোমিটার। এদিকে আগেই আপনাদের জানানো হয়েছে নজরদারির জন্য ১০ টি CH-4A ড্রোন সরবরাহ করেছে চিন। ক্ষেপনাস্ত্র নিক্ষেপের পরিকাঠামো তৈরি করে দিচ্ছে তারা। ভইও এর মানেটা বুঝুন বেজিং উস্কানি দিচ্ছে তাতে রীতিমত লম্বঝম্প শুরু করে দিয়েছে ইসলামাবাদ। কূটনৈতিক মহল বলছে আসলে ভারতের POK নিয়ে নয়া কৌশলে রীতিমত হিলে গিয়েছে বেজিং
কিন্তু প্রশ্ন হল পাক অধিকৃত কাশ্মীর নিয়ে চিনের মাথাব্যাথা কেন? এখানে তো লুকিয়ে আসল খেলা। ভারত যদি কোনওভাবে POK-কে এদিকে করে নেয় একবার বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে চিনের কারণ ২০১৩য় চিন ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর সংক্রান্ত চুক্তি হয়েছিল। ৪৬০০ কোটি ডলার খরচ করে চিন তৈরি করছে CPEC করিডর চিনের জিনজিয়াং থেকে কারাকোরাম হাইওয়ে হয়ে করাচির গোয়াদর বন্দর পর্যন্ত এই করিডর। তবে সবথেকে বড় বিষয় এই CPEC অনেকটা অংশই গিয়েছে POK-র গিলগিট বালটিস্তানের ওপর দিয়ে।

ঠিক এই জায়গাতেই জব্দ হচ্ছে বেজিং৷ কারণ কোনওভাবে এই POK ভারতের হাতে চলে এলে সর্বস্বান্ত হয়ে যাবে চিন। তাই সবথেকে সহজ ও সস্তা টার্গেট পাকিস্তানকেই মোহরা বানাচ্ছে পিএলএ। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের নিরাপত্তার জন্য নয় নিজেদের স্বার্থ মেটাতেই পাকিস্তানকে লাগাতার ব্যাকআপ দিচ্ছে চিন হয়ত এজন্যই ওভারকনফিডেন্সে আমেরিকার সঙ্গেও  ম্পর্ক খারাপ করে দিচ্ছে ইসলামাবাদ। কিন্তু পাকিস্তান কি একবারও ভেবে দেখল চিনের স্বার্থ মিটে গেলে তাদের কি হবে?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version