।। প্রথম কলকাতা ।।
Shehbaz Sharif Attend SCO Summit: ভারতে আসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরাসরি POK নিয়ে সেখানেই দেওয়া হবে হুঁশিয়ারি? পাকিস্তানকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল আমেরিকা ISI শেষের পথে এবার চিনই একমাত্র বাঁচাতে পারে পাকিস্তানকে, কিন্তু বাঁচাবে তো? সীমান্তের ওপারে সন্ত্রাসবাদের টাইম ওভার। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে আমন্ত্রণ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। শুনতে অবাক লাগতে পারে অনেকের৷ এবার কি সরাসরি POK নিয়ে হুঁশিয়ারি দেওয়া হবে পাকিস্তানকে? যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর নমোর কোনও নতুন পরিকল্পনা? মনে রাখতে হবে এই পাকিস্তানকে একসঙ্গে তুলোধনা করেছিল ভারত আমেরিকা। এস জয়শঙ্করের সন্ত্রাসবাদ নিয়ে দুদিন আগে হুঁশিয়ারিওও নিশ্চয় ভোলেনি পাকিস্তান। এরপরও কি মোদীর নিমন্ত্রণ রক্ষা করবেন শাহবাজ শরিফ।
শেষ যতটুকু খবর আপনারা জানা আছে আসলে ব্যাপারটা এগিয়েছে অনেকটাই। বিলাবল ভুট্টোর ভারত এসেছিলেন সঙ্গে নিজের দোষের শাস্তিও পেয়েছিলেন কাশ্মীর নিয়ে মন্তব্য করেছিলেন ভুট্টো যার পাল্টা কড়া জবাব দিয়েছিলেন জয়শঙ্কর। এমনকি POK নিয়েও ইসালামাবাদকে দেওয়া হয়েছিল হুঁশিয়ারি। তারপরও এসসিও সামিটে ভারতে এসে লাভ হয়েছে পাকিস্তানের এমন উক্তি শোনা গিয়েছিল ইসলামাবাদের থেকে। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ শেষ করার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে পাকিস্তানকে। পাঁচ দিনে দ্বিতীয়বার হুমকি আমেরিকা। তাহলে এবার কি হাফিস সাইদের টাইম ওভার? বাহওয়ালপুর থেকে POK পর্যন্ত চাপা উত্তেজনা কাজ করছে। পাকিস্তানের ইন্টালিজেন্সের দফতরে বাড়ছে টেনশন। আর ঠিক এই অবস্থাতেই পাকিস্তান বুঝে গিয়েছে একমাত্র তাদের বাঁচাতে পারবেন শি জিনপিং।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখে শুরু চীনের গুণকীর্তন। একমাত্র চীন পাকিস্তানকে বাঁচিয়ে দিল এই আর্থিক সংকটের মধ্যে। সৌদি ও আরব আমিরাতকেও সঠিক সময়ে অর্থ দিয়ে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরিফ। কিন্তু লক্ষ্য করবেন প্রথমেই পাক প্রধানমন্ত্রীর মুখে উঠে এল চীনের নামই৷ কূটনৈতিক মহলের একাংশের দাবি অর্থনীতি, প্রতিরক্ষা ও কৌশল এই তিনটে জায়গাতেই চীনকে ভীষণ প্রয়োজন ইসলামাবাদের। কিন্তু প্রশ্ন উঠছে বর্তমানে যখন পাকিস্তানের সঙ্গে এমন একটা নরম গরম পরিস্থিতি তখন পাকিস্তানের পিএমকে আমন্ত্রণ কেন করলেন মোদী? আসলে বিষয়টা তেমন নয়৷
ভারত এবার প্রতিনিধিত্ব করতে চলেছে SCO সামিটে। আর ভারত ও পাকিস্তান একমাত্র এই একটা গ্রুপেই একসঙ্গে রয়েছে। তাই ভারত এই গ্রুপে থাকা সব দেশকেই আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণ পেয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও। তাহলে বিলাবল ভুট্টোর মত এবার শাহবাজ শরিফও ভারতে আসবেন? না, তথ্য বলছে ভারত জুলাইতে হওয়া এই এসসিও সামিট ভার্চুয়ালিই অনুষ্ঠিত করতে চলেছে। আর সেই ভার্চুয়াল মিটিংয়েই মোদীর মুখোমুখি হবেন শি জিনপিং ও শাহবাজ শরিফ। বিশ্লেষকেরা বলছেন, এখানেই ঠিক কি আলোচনা হচ্ছে সেটা মারাত্মক গুরুত্বপূর্ণ আগামীদিনের জন্য৷ আপডেট জানতে চোখ রাখুন প্রথম কলকাতার দিকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম