Train: রাতে সবচেয়ে দ্রুতগতিতে কেন দৌড়য় দূরপাল্লার ট্রেন? জেনে নিন বিশেষ নিয়ম

।। প্রথম কলকাতা ।।

Train: আপনি কি জানেন দিনের চেয়ে রাতে কেন ট্রেন সবচেয়ে বেশি গতিতে দৌড়য়। কারণ জানলে অবাক হবেন আপনি। আপনি‌ যখন অনেক দূরের সফর ট্রেনে চেপে করবেন দেখবেন যে রাতের বেলা ট্রেনের গতি বেড়ে যায়। দিনের তুলনায় রাতে এত বেশি গতিতে ট্রেন কেন চলে? আসলে কি কারণ রয়েছে যার কারণে রাতে ট্রেনের গতি বেড়ে যায়। তবে অবশ্য যদি স্বল্প দূরত্বের যাত্রা করে তাহলে হয়তো এটা অনুভব করবেন না। কিন্তু যখনই আপনি অনেক দূরের সফর ট্রেনে চেপে করবেন তখন দেখবেন যে রাতের বেলায় ট্রেনের গতি বেড়ে যায় বেশ। রাতে ট্রেনের গতি বাড়ানোর অনেক কারণ রয়েছে। সেই বিষয়গুলো জানাবো আপনাদের।

আমরা সকলেই জানি যে ভারতীয় রেলওয়ে দেশের যেন লাইফ লাইন এর মতো। এর অর্থ হল সহজ কথায় যে, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকদিন শুধুমাত্র এই ভারতীয় রেলওয়ের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সক্ষম। তবে তিনটি বিশেষ কারণে রাত হলেই হাওয়ার গতিতে ট্রেন ছুটতে শুরু করে। এর পিছনে রয়েছে রেলের কয়েকটি বিশেষ নিয়ম। সেই নিয়মগুলি হয়তো অনেকেরই অজানা। এর পিছনে রয়েছে রেলের কয়েকটি বিশেষ ব্যবস্থা। রেলের তরফেই এই বিশেষ নিয়মগুলি করা হয়েছে। তাই রাত হলেই সব ট্রেন তাদের সর্বোচ্চ গতিতে ছুটতে শুরু করে। রাত হলে লোকাল ট্রেনের সংখ্যা কমে যায় অনেকটাই। একটা নির্দিষ্ট সময় পর লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ হয়ে যায় সেই দিনের মতো। এর ফলে লাইন ক্লিয়ার থাকে। হাওয়ার গতিতে ছোটার সুযোগ পায় দূরপাল্লার ট্রেনগুলি। রাতে লাইনে কোনওরকম মেনটেনেন্স ওয়ার্ক হয় না। ট্র‍্যাকে রক্ষণাবেক্ষণের কাজ করা হয় না, যার কারণে রাতে ট্রেনের গতি বেড়ে যায় খুব সহজে। এর ফলে লাইনে কোনওরকম ব্যস্ততাও থাকে না। তাই অবাধে ট্রেন চলাচল করতে পারে।

রাত হলে সাধারণ গাড়িঘোড়া চলাচল কমে যায় অনেকটাই। এর ফলে ট্রেনকে দ্রুত সিগন্যাল দিতে পারে রেলের সিগন্যালিং ব্যবস্থা। সেই সুযোগটিই কাজে লাগায় বড় বড় দূরপাল্লার ট্রেনগুলি। অর্থাৎ অন্ধকারে ট্রেন চালানোর একটি সুবিধা হল এখানে অনেক দূর থেকে সিগন্যাল দেখা যায়। দিনের বেলা যাত্রীদের ভিড় বেশি থাকে এবং দিনের বেলায় প্ল্যাটফর্ম রেল স্টেশন যত জোরে প্রচুর ভিড় দেখা যায়। এই কারণে দিনের বেলার রেললাইনেও মানুষ এখানে সেখানে ঘুরে বেড়ান। নিয়ম ভঙ্গ করে অনেকেই রেললাইন পার হয়ে যান। এহেন পরিস্থিতিতে খুব সাবধানে ট্রেন চালাতে হয় চালককে। ফলে খুব স্বাভাবিকভাবেই ট্রেনের গতি দিনের বেলায় কমিয়ে রাখতে হয় ট্রেন চালকদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version