।। প্রথম কলকাতা ।।
Har Ghar Jal: দেশের উন্নয়নে কেন্দ্রের তরফ থেকে বহু প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে একটি প্রকল্প হল ‘হর ঘর জল’। কিন্তু এবার মোদী সরকারের এই প্রকল্পকে ঘিরে হিমশিম খাওয়ার জোগাড় হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের। উল্লেখ্য, এই প্রকল্পটির প্রাথমিক পর্যায়ের সব কাজ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু যখন প্রকল্পের কাজ কতদূর হয়েছে খতিয়ে দেখতে গিয়েছে মন্ত্রণালয়, তখন চোখ কপালে উঠেছে।
‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়ে জানা গিয়েছে, এখনও দেশের ১৩টি রাজ্যে কবে এই বিষয়ে কাজ শেষ হবে, তার ঠিক নেই। অন্যদিকে যোগী-রাজ্যের ৬৪ হাজার গ্রামে প্রায় শুরুই হয়নি এই প্রকল্প। পিছিয়ে থাকা অন্যান্য রাজ্যগুলির মধ্যে নাম রয়েছে ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধপ্রদেশ, কেরল, অসম এবং পশ্চিমবঙ্গ। এদিকে কাজের এই অবস্থা দেখে রেগে গিয়েছেন কর্মকর্তারা। সেইসঙ্গে আগামী বছরের মধ্যে কীভাবে সমস্ত কাজ শেষ হবে, সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত রিপোর্ট জমা করতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরে সেই সম্পর্কে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করা গেল না?
উল্লেখ্য, এই ১৩টি রাজ্যে পর্যবেক্ষক দল পাঠিয়েছে জলশক্তি মন্ত্রক। সরকারি হিসাব অনুযায়ী ৮ শতাংশ বাড়িতে মোটে পানীয় জল পাঠানো সম্ভবপর হয়েছে। তবে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, বাকি বাড়িগুলির কী হবে? কত দিনে পৌঁছাবে সেখানে জল? ৩,৬০,০০০ কোটি টাকার এই কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নে উত্তর খুঁজতে ব্যস্ত সবাই।
প্রসঙ্গে, দিল্লিতে জলশক্তি মন্ত্রকের কর্তাদের একাংশ রাজ্যগুলির পক্ষ থেকে তুলে ধরা করোনা পরবর্তী সমস্যা ও ভোটজনিত সমস্যাকে দায়ী করেছে। তাঁদের বক্তব্য, ‘অনেকেই করোনা পরবর্তী সমস্যার কথা বলেছে। অনেকে অভিযোগ জানিয়ে, অন্য প্রকল্প বাবদ কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকা হাতে না পাওয়ার কথা বলেছে। কয়েকটি রাজ্য আবার ভোটের কথা বলেছে। আমরা বুঝিয়েছি, তাদের প্রত্যেকের সক্রিয় সহায়তা ছাড়া গ্রামে গ্রামে পানীয় জল পাঠানোর এই প্রকল্পের কাজ একেবারেই অসম্ভব’। অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্যের সহায়তা প্রয়োজন কেন্দ্রের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম