Nagarjuna Sagar Dam: বাঁধের জলে কার অধিকার? নৈশ অভিযানে অন্ধ্র পুলিশ, উত্তপ্ত তেলাঙ্গানা

।। প্রথম কলকাতা।।

Nagarjuna Sagar Dam: গত বৃহস্পতিবারই তেলাঙ্গানাতে ছিল বিধানসভা ভোট। আগামীকাল অর্থাৎ ৩ রা ডিসেম্বর রয়েছে গণনা। তার আগেই প্রশাসনিক ব্যস্ততার সুযোগ নিয়ে ‘অপারেশন’ চালালো অন্ধ্র পুলিশ। তেলাঙ্গানায় অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল ঢুকে কৃষ্ণা নদীর নাগার্জুন সাগর বাঁধের দখল নিয়ে নেয়। শুধু তাই নয়, বাঁধের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের আপত্তি উড়িয়ে খুলে দেয় বাঁধের গেট। দখল করে কয়েক হাজার কিউসেক জল।

জানা গিয়েছে, ২৯ নভেম্বর রাত ২টো নাগাদ অন্ধ্র প্রদেশ পুলিশ নাগার্জুন সাগর বাঁধে চড়াও হয় এবং বাঁধের বাদিকের গেট খুলে দেয়। কৃষ্ণা নদীর উপরে তৈরি ওই বাঁধ থেকে প্রতি ঘণ্টায় ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। দুই রাজ্যের মধ্যে জল ছাড়া নিয়ে অশান্তি সৃষ্টি হওয়ার কারণে পদক্ষেপ নেয় কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তেলাঙ্গানা ও অন্ধ্র প্রদেশকে জল ছাড়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। অবশ্য এই নির্দেশে সম্মতি জানিয়েছে দুই রাজ্যই।

আমাদের নায্য পাওনা ছাড়া এক বিন্দুও বেশি জল ব্যবহার করিনি, এই জলের উপরে আমাদেরই অধিকার রয়েছে। বলে জানিয়ে দিয়েছেন অন্ধ্র প্রদেশের সেচ মন্ত্রী অম্বাতী রামবাবু। সেচমন্ত্রীর মতে, অন্ধ্র প্রদেশের অধিকার রয়েছে কৃষ্ণা নদীর ৬৬ শতাংশ জলের উপরে , বাকি ৩৪ শতাংশ তেলঙ্গানার। দুই রাজ্যের এই অশান্তির সম্ভাবনা এড়াতে নাগার্জুন সাগর বাঁধের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা দু’রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৃহস্পতি এবং শুক্রবারের বৈঠকে প্রস্তাব দেন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version