।। প্রথম কলকাতা ।।
SIM Card-Aadhaar Card Link: গোপনে আপনার আধার কার্ড ব্যবহার করে সিম তুলে নেয়নি তো জালিয়াতরা? নিজের অজান্তেই আপনি বড় কোনো ট্র্যাপে পড়ে যাননি তো? আপনার আধার নম্বর ব্যবহার করে কটা ভুয়ো সিম চলছে, খোঁজ রেখেছেন?
আপনার একটা ভুলে আধার কার্ডের বায়োমেট্রিক ইনফরমেশন চলে যাচ্ছে সোজা হ্যাকারের হাতে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। ওঁত পেতে রয়েছে জালিয়াতরা। প্রতারণা থেকে বাঁচতে এই বিশেষ পদ্ধতিতে যাচাই করে দেখুন। হাতেনাতে ধরার উপায়টা জানুন। সচেতন হোন।
আপনি কি জানেন, টেলিকম কোম্পানিগুলো কেন সিম কার্ড ইস্যু করতে আধার নম্বর চায়? একটাই উদ্দেশ্য, কোনও সিম কার্ড থেকে যদি বেআইনি কাজকর্ম হয়, তাহলে সেটা যাতে সহজেই ধরা যায়। এবার ভাবুন, আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ যদি সিম কার্ড তোলে, আর সেই সিম ব্যবহার করে যদি অপরাধমূলক কোনও কাজকর্ম হয়, তাহলে কত বড় বিপদ হতে পারে, বুঝতে পারছেন? আপনি কিন্তু জানতেই পারছেন না, কোথায় কিভাবে আপনি ফেঁসে বসে আছেন। সেক্ষেত্রে জানা দরকার, আপনার আধার নম্বরে কতগুলো সিম কার্ড লিঙ্ক করা রয়েছে? যা সহজেই জানিয়ে দেবে TAFCOP।
ট্যাফকপ কী?
কেন্দ্রের টেলিকম ডিপার্টমেন্ট সম্প্রতি টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজ়িউমার প্রোটেকশন চালু করেছে। এটা একটা সরকারি ওয়েব পোর্টাল। যেখান থেকে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ড ব্যবহার করে কতগুলো সিম কার্ড বাজার থেকে তোলা হয়েছে।
- প্রথমেই আপনাকে যেতে হবে TAFCOP-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.tafcop.dgtelecom.gov.in
- একটা বক্স আসবে আপনার সামনে, সেখানে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন
- তারপরে ‘Resquest OTP’ ট্যাবে ক্লিক করবেন
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTP এসেছে, সেটা ওই বক্সটায় দিয়ে দিন
- এবার আপনাকে দেখানো হবে, কতগুলি সিম লিঙ্ক করা রয়েছে আপনার আধার নম্বর দিয়ে
এখান থেকেই আপনি বুঝতে পারবেন, কতগুলো সিম কার্ড তোলা হয়েছে আপনার আধার কার্ডের নম্বর ব্যবহার করে। ওই লিস্ট থেকে আপনি যদি কোনও ভুয়ো সিম দেখতে পান, সেটাও ব্লক করতে পারবেন আপনি। চাইলে ওই পোর্টাল থেকে আপনি কিছু এমন SIM Card এর নম্বর সরিয়ে দিতে পারেন, যেগুলো আধার কার্ডের সঙ্গে লিঙ্কড অথচ আপনি আর ব্যবহার করেন না। এই প্ল্যাটফর্মটা আপনাকে যে শুধু নির্ভরযোগ্য তথ্য দেবে তা নয়, একইসঙ্গে যে কোনও ডিজিটাল জালিয়াতি থেকে প্রোটেক্ট করবে।
তাছাড়াআধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করেও প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা। এখন প্রশ্ন হলো এই সমস্ত হ্যাকারদের হাত থেকে বাঁচবেন কী করে? বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে থাকা আপনার বায়োমেট্রিক ছাপ লক করুন ইমিডিয়েটলি।
কীভাবে আধার নম্বর লক করবেন?
এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে UIDAI ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অফিসিয়াল UIDAI ওয়েবসাইটে যান। My Aadhaar বিভাগে গিয়ে Aadhaar Services এ ক্লিক করুন। এবার ওখান থেকে ‘‘Lock/Unlock Aadhaar’ অপশন সিলেক্ট করুন। নতুন ট্যাবে আবার ‘‘Lock/Unlock Aadhaar’-এ ক্লিক করুন Click here to generate VID’ তে ক্লিক করুন। VID তৈরি করতে আপনার আধার নম্বর এবং সিকিউরিটি কোড ক্যাপচা লিখুন। একবার এটি তৈরি হয়ে গেলে, চতুর্থ স্টেপের উইন্ডোতে ফিরে যান এবং ‘NEXT’ এ ক্লিক করুন। আধার নম্বরটি লক করা হবে কি না তাতে টিক দিন। তারপর ভিআইডি, পুরো নাম, পিন কোড এবং সিকিউরিটি কোড লিখুন। ‘Send OTP’ তে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখুন এতেই আপনার আধার নম্বর লক হয়ে যাবে।
মনে রাখবেন একবার আপনি আপনার বায়োমেট্রিক্স লক করে ফেললে, যতক্ষণ না আপনি আনলক করবেন সেগুলো অ্যাক্সেসযোগ্য থাকবে না। তবে, যেখানে সেখানে আধার কার্ডের ডেটা দেবেন না, দিতে আপনি বাধ্য নন। প্রাইভেট কোনও জায়গায়, হোটেল বা রিসর্টে আধার কার্ড দেবেন না। জেরক্সের দোকানে গেলে আধার কার্ড এর মেমরি ডিলিট করুন। নিজে সচেতন হোন, নিজের আধার কার্ড কে সুরক্ষিত রাখুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম