।। প্রথম কলকাতা ।।
Vande Bharat Express : ২০২২ সালের ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয় বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। কিন্তু এক সপ্তাহ সম্পূর্ণ হওয়ার আগেই বাংলার মাটিতে আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। প্রথমে কুমারগঞ্জ স্টেশন এর কাছে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আর তারপর মঙ্গলবার আবারও নিউ জলপাইগুড়ি ঢোকার মুখে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর বৃষ্টি হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ট্রেনের বাইরের কাচ ভেঙে যায়। অভিযোগ উঠে এসেছিল যে, এই রাজ্যের মধ্যেই পাথর ছোড়া হয়েছে। কিন্তু পূর্ব রেলের তরফ থেকে প্রকাশ্যে আনার সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ অন্য কথাই বলছে।
সিসিটিভি ফুটেছে সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার পূর্ব রেলের (Eastern Railway) জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সংবাদমাধ্যমে জানান, পাথর ছোড়া হয়েছিল বিহার (Bihar) থেকে। সেই মুহূর্তের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। রেলের তরফ থেকে দাবি করা হয়েছে, হাওড়া নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রেকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেখান থেকেই ফুটেজ নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। শুধু তাই নয় এবার অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
যদিও সিসিটিভি ক্যামেরার ফুটেজের সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা। রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, এই পাথর হামলার ঘটনায় রাজ্য জিআরপি এবং রাজ্য পুলিশের সঙ্গে একযোগে তদন্ত করছে রেল সুরক্ষা বাহিনী। অভিযুক্তদের খুঁজে বার করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রেলের তরফ থেকে রাজ্য প্রশাসন এবং পুলিশকে যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়ায় শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই পরপর দুবার বন্দে ভারত এক্সপ্রেসের উপরে এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে বুধবার শিলিগুড়ি জিআরপির সুপার এস সেলভামুরুগান একটি বৈঠক করেন। সেখানে এক্সপ্রেস ট্রেনটির সুরক্ষার খাতিরে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন একটি বিশেষ whatsapp গ্রুপ তৈরি করা হচ্ছে। সেখানে থাকবে উত্তরবঙ্গের প্রতিটি স্টেশনের জিআরপির আইসি এবং ওসিরা। প্রতিমুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেসের আপডেট পাওয়া যাবে ওই গ্রুপে। এছাড়াও বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে যতগুলি স্টেশন রয়েছে সেখানে সচেতনতামূলক প্রচার চলবে বলেও জানানো হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম